Honda New Bike: নতুন বছরে দুর্দান্ত বাইক আনছে হোন্ডা, দাম কত হবে, রইল খুঁটিনাটি
স্পোর্টস বাইক থেকে শুরু করে কমিউটার মোটরসাইকেল এবং স্কুটারের জগতেও অবাধ বিচরণ হোন্ডার (Honda)। জাপানি সংস্থাটির হাতে...স্পোর্টস বাইক থেকে শুরু করে কমিউটার মোটরসাইকেল এবং স্কুটারের জগতেও অবাধ বিচরণ হোন্ডার (Honda)। জাপানি সংস্থাটির হাতে প্রতিটি সেগমেন্টে রাইডারদের জন্য ভিন্ন স্বাদের টু-হুইলার আছে। সে কারণেই ভারতবাসীর কাছে অন্যতম পছন্দের ব্র্যান্ড তারা। হোন্ডা এবার অ্যাডভেঞ্চারের শখ পূরণ করতে ইচ্ছুক বাইকপ্রেমীদের জন্য নতুন চমক আনছে। আগামী বছরই সংস্থার তরফে ভারতে লঞ্চ করা হতে পারে NX500 বাইক।
Honda NX500 কবে ভারতে আসবে
জানা গেছে, সব ঠিকঠাক চললে ২০২৪-এর জুলাইয়ে ভারতের বাজারে পা রাখবে হোন্ডার নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল NX500। দাম ভারতে ৭.১৫ লাখ থেকে ৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলেই অনুমান। যদিও আসল দাম লঞ্চের পরই জানা যাবে। চলুন হোন্ডা এনএক্স৫০০-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক।
Honda NX500 আসলে সংস্থার বিদ্যমান CB500-এর আপগ্রেড ভার্সন। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে এলইডি ল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিনের দেখা মিলবে। চাকায় গতি আনতে থাকছে ৪৭১ সিসি লিকুইড কুলিং সিস্টেমের ইঞ্জিন। যা থেকে ৮,৬০০ আরপিএম গতিতে ৪৭ এইচপি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন হবে। গিয়ারের সংখ্যা ছয়। ঘন্টা প্রতি সর্বোচ্চ ১৪২ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বাইকটি। আবার ১০০ কিমি/ঘন্টার গতি তুলতে ৫.৬ সেকেন্ড সময় লাগবে।
Honda NX500 লিটার পিছু ২৭.৮ কিলোমিটার পথ ছুটতে পারবে। ফলে ১৭.৫ লিটার ট্যাঙ্ক জ্বালানি দ্বারা পূর্ণ থাকলে ৪৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করা যাবে। সুরক্ষাজনিত বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস, এমার্জেন্সি সিগনাল, লো ফুয়েল সিগনাল, লো অয়েল সিগনাল, জিপিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটি।
সাসপেনশনের দায়িত্ব পালন করতে বাইকটির সামনে ৪১ মিমি Showa SFF-BP ইউএসডি ফর্ক এবং পেছনে ফাইভ-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক ইউনিট থাকছে। সামনে ডুয়েল ডিস্ক এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক সমেত ডুয়েল চ্যানেল এবিএস মিলবে এতে। ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক, পার্ল হরাইজন হোয়াইট এবং গ্র্যান্ড প্রিক্স রেড – এই তিন কালারে বেছে নেওয়া যাবে।