Honda Bike: হোন্ডার নতুন বাইক কিনতে ঠিক কত খরচ? টোটাল অন-রোড প্রাইস দেখে নিন

সম্প্রতি ভারতে NX500 লঞ্চ করেছে Honda। তাদের 500 সিসির একমাত্র মোটরসাইকেল, CB500X এর পরিবর্ত হিসেবে মাঠে নেমেছে...
techgup 26 Jan 2024 9:25 PM IST

সম্প্রতি ভারতে NX500 লঞ্চ করেছে Honda। তাদের 500 সিসির একমাত্র মোটরসাইকেল, CB500X এর পরিবর্ত হিসেবে মাঠে নেমেছে অ্যাডভেঞ্চার বাইকটি। জানিয়ে রাখা ভালো NX500 মডেলে যে সমস্ত ফিচার সংযুক্ত করা হয়েছে সেগুলি সব নতুন। ভারতে NX500 এর এক্স-শোরুম দাম 5.90 লক্ষ টাকা। হোন্ডার প্রিমিয়াম বাইক পছন্দ করেন এমন গ্রাহকের সংখ্যা অনেক। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্রাহকরা তাদের নিজেদের শহরে NX500-এর দাম জানতে ব্যস্ত। রাজ্য বিশেষে বিভিন্ন কর বসার কারণে দেশের নানা জায়গায় বাইক ও অন্যান্য গাড়ির আসল দাম আলাদা আলাদা। তাই এই প্রতিবেদনে পাঠকদের সুবিধার্থে দেশের দশটি বড় শহরে Honda NX500-এর অন-রোড মূল্য দেওয়া হল।

মুম্বাই: 7,41,295 টাকা
বেঙ্গালুরু: 7,42,227 টাকা
দিল্লি: 6,70,495 টাকা
পুনে: 7,41,295 টাকা
নাভি মুম্বাই: 7,41,063 টাকা
হায়দ্রাবাদ: 6,94,095 টাকা
আমেদাবাদ: 6,58,695 টাকা
চেন্নাই: 6,82,295 টাকা
কলকাতা: 6,82,295 টাকা
চন্ডিগড়: 6,82,063 টাকা

এটুকু স্পষ্ট, আমেদাবাদে সবচেয়ে কম দামে মিলবে Honda NX500। অন্যদিকে বেঙ্গালুরুতে এই বাইক সবথেকে দামি। 471 সিসির শক্তিশালী প্যারালাল টুইন ইঞ্জিন একে এগিয়ে চলার শক্তি সরবরাহ করে। ইঞ্জিনের পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে 47 বিএইচপি ও 43 এনএম। সঙ্গে যোগ্য সঙ্গত করছে সিক্স স্পিড গিয়ার বক্স এবং স্লিপার ক্লাচ।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে Honda NX500 এর সামনের দিকে Showa SFF-BP এর ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় 19 ইঞ্চি ও পিছনের দিকে 17 ইঞ্চির অ্যালয় হুইল বিদ্যমান। উভয় চাকাতেই ডুয়েল পারপাস টায়ার থাকছে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের ও পিছনের চাকায় যথাযথাক্রমে 296 মিমি ও 240 মিমি ডিস্ক রয়েছে। ফুল এলইডি লাইটিং, 5 ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, এবং সুইচেবল ট্রাকশন কন্ট্রোল উপলব্ধ হোন্ডার এই অ্যাডভেঞ্চার বাইকে।

Show Full Article
Next Story