Hero-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে Honda, জুলাইয়ে বিক্রি করল 4 লাখের বেশি বাইক ও স্কুটার
গত মাসে ভারতের বাজার ও এক্সপোর্ট মার্কেট মিলিয়ে ৪,৪৩,৬৪৩টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করল হোন্ডা (Honda)-র দু'চাকা...গত মাসে ভারতের বাজার ও এক্সপোর্ট মার্কেট মিলিয়ে ৪,৪৩,৬৪৩টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করল হোন্ডা (Honda)-র দু'চাকা প্রস্তুতকারী শাখা। ২০২১-এর জুলাইয়ের তুলনায় এবার হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)-এর বিক্রিতে ১৫ শতাংশ উত্থান লক্ষ্য করা গিয়েছে। গত বছরের একই সময়ে ৩,৮৪,৯২০টি টু-হুইলার বেচেছিল সংস্থাটি।
শুধু ভারতীয় বাজারেই হোন্ডার ৪,০২,৭০১ ইউনিট দু'চাকা বিক্রি হয়েছে। ২০২১-এর একই সময়ের তুলনায় ৬২,২৮১ ইউনিট বেশি। তবে এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, এ দেশে বিক্রির হার উর্দ্ধমুখী হলেও রপ্তানি ৮ শতাংশ হ্রাস পেয়ে ৪০,৯৪২ ইউনিট হয়েছে। তবে উৎসবের মরসুম কাছে আসতেই পরিস্থিতি উন্নত হবে বলে মনে করছে হোন্ডা।
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভাল বৃষ্টি ও পার্সোনাল মোবিলিটির চাহিদা বাড়ার ফলে তাদের শোরুমে বেশি মানুষ আসছেন এবং মোটরসাইকেল ও স্কুটার নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতে তৈরি SP125 মডেলের বাইক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রপ্তানি শুরু করেছে তারা। সেখানে পা রাখতেই মডেলটির নতুন নামকরণ করা হবে CB125F। ইতিমধ্যেই ২৫০ ইউনিট ওশিয়ানিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাজস্থানের আলওয়ারে হোন্ডার কারখানায় SP125 নির্মিত হয়েছে।
এদিকে, আগামী ৮ আগস্ট ভারতে নতুন টু-হুইলার লঞ্চ করতে চলেছে Honda৷ সেটি মোটরসাইকেল নাকি স্কুটার তা এখনও স্পষ্ট নয়। তবে আলোচনায় তিনটি নাম ঘোরাফেরা করছে। যেগুলি হল CB350 Brigade মডার্ন ক্লাসিক বাইক, CRF 300L অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, এবং Forza 350 ম্যাক্সি স্কুটার।