Shine 100, Splendor Plus, নাকি Platina? দেশের সবচেয়ে সস্তা 3 বাইকের মধ্যে কোনটা কিনবেন

সম্প্রতি হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) ভারতে তাদের সবচেয়ে সস্তা মডেল হিসাবে লঞ্চ করেছে এন্ট্রি লেভেল...
techgup 29 April 2023 2:11 PM IST

সম্প্রতি হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) ভারতে তাদের সবচেয়ে সস্তা মডেল হিসাবে লঞ্চ করেছে এন্ট্রি লেভেল কমিউটার বাইক Shine 100। বাইকটির এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ৬৪,৯০০ টাকা থেকে। আমাদের দেশের বাজারে এই সেগমেন্টে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। বিভিন্ন নামিদামি সংস্থার তৈরি একাধিক মডেল দেখতে পাওয়া যায় এখানে। তারই মধ্যে অন্যতম দুটি স্বনামধন্য নাম হলো- Hero Splendor Plus এবং Bajaj Platina 100। আজকের প্রতিবেদনে এই তিন মহারথীর মধ্যে তুলনামূল্য আলোচনা পরিবেশন করা হলো।

Shine 100 vs Splendor Plus vs Platina: ডিজাইন ও কালার

যেহেতু সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর বিপুল সংখ্যক গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই তিনটি বাইক তাই সব ক্ষেত্রেই এর ডিজাইন অনেকটাই বাস্তবসম্মত। হোন্ডা সাইন ১০০ পাঁচটি রঙে মিললেও থাকলেও বাজাজ প্লাটিনা চারটি রঙে উপলব্ধ। এদিক থেকে অনেকটাই এগিয়ে হিরো স্প্লেন্ডার প্লাস। কারণ এটি মোট ১২টি রঙের বিকল্পে পাওয়া যায়।

Shine 100 vs Splendor Plus vs Platina: ইঞ্জিনে

হোন্ডা সাইন ১০০ এর মধ্যে চালিকাশক্তি যোগায় ৯৮.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন যা থেকে ৭.২ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে ৯৭.২ সিসির ইঞ্জিন ব্যবহৃত হয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটিতে। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৭.৯ বিএইচপি এবং ৮.০৫ এনএম। অপর হাতে থাকা বাজাজ প্লাটিনা ১০০ বাইকটি ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। এক্ষেত্রে ইঞ্জিনটি থেকে ৭.৭ বিএইচপি শক্তি এবং ৮.৩ এনএম টর্ক জেনারেট হয়। সব ক্ষেত্রেই চার ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স উপলব্ধ হয়েছে। এছাড়াও মোটামুটিভাবে ৬০-৭০ কিমি/লিটার মাইলেজ মেলে সব ক্ষেত্রেই। যদিও এই বিষয়টি বাইক চালানোর ধরণের উপর নির্ভর করে।

Shine 100 vs Splendor Plus vs Platina: হার্ডওয়্যার এবং ফিচার

সাসপেনশনের বিষয়টিতে নজর দিলে দেখা যাবে তিনটি বাইকের ক্ষেত্রেই সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল স্প্রিং লোডেড শক অ্যাবজর্ভার লাগানো রয়েছে। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই ড্রাম ব্রেক এবং স্ট্যান্ডার্ড হিসেবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উপলব্ধ তিনটি মডেলেই। অন্যদিকে হোন্ডা এবং বাজাজের মডেল দুটিতে সাধারণ এনালগ ইন্সট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে। সেদিক থেকে খানিক উন্নত হিরো স্প্লেন্ডার প্লাস। এর এর সবচেয়ে দামি মডেল অর্থাৎ এক্সটেক ভার্সনে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে দেখতে পাওয়া যায়।

Shine 100 vs Splendor Plus vs Platina: কোনটি কিনতে কত খরচ?

হোন্ডা সাইন ১০০ এবং বাজাজ প্লাটিনা ১০০ দুটির ক্ষেত্রেই কেবলমাত্র একটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই দুটির এক্স শোরুম মূল্য যথাক্রমে ৬৪,৯০০ টাকা এবং ৬৫,৮৫৬ টাকা। তবে একাধিক ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায় হিরো স্প্লেন্ডার প্লাস। সাধারণ থেকে শুরু করে সর্বোচ্চ এক্সটেক ভার্সন পর্যন্ত রয়েছে এতে। দামের (এক্স শোরুম) বিস্তার ৭৩,৪৮১ টাকা থেকে ৭৭,৭৪৫ টাকা পর্যন্ত।

Show Full Article
Next Story