১০ হাজার টাকা দিয়ে বাড়ি নিয়ে যান সেরা মাইলেজের Honda Shine 125, কলকাতায় ডাউন পেমেন্ট ও EMI দেখুন
নতুন Honda Shine 125 ড্রাম এবং ডিস্ক দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কলকাতায় এর ড্রাম ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৮০,২৫০ টাকা। আবার এর আরটিও ফি ৮,৭২২ টাকা। এছাড়া ইন্স্যুরেন্স ফি ৭,৩১৪ টাকা। অর্থাৎ এর অন রোড দাম পড়বে ৯৬,২৮৬ টাকা।
Honda বাইকের পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর সংস্থাটি ভারতে বাজেটের মধ্যে একাধিক বাইক লঞ্চ করেছে। তাই যারা সাশ্রয়ী মূল্যে একটি ভালো মোটরবাইক খোঁজ করছেন তারা Honda-র উপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। বিশেষ করে Honda Shine 125 এর উপর। এটি কম পেট্রোল খরচ করে আপনার পকেট ফাঁকাও করবে না, অর্থাৎ দীর্ঘ মাইলেজ পাবেন। আসুন কলকাতায় হোন্ডা শাইন ১২৫ এর অন-রোড দাম কত এবং এটি কত টাকা ইএমআই এবং ডাউন পেমেন্ট দিয়ে কেনা যাবে দেখে নেওয়া যাক।
Honda Shine 125 কলকাতায় অন রোড দাম, ডাউন পেমেন্ট ও ইএমআই
নতুন হোন্ডা শাইন ১২৫ ড্রাম এবং ডিস্ক দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কলকাতায় এর ড্রাম ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৮০,২৫০ টাকা। আবার এর আরটিও ফি ৮,৭২২ টাকা। এছাড়া ইন্স্যুরেন্স ফি ৭,৩১৪ টাকা। অর্থাৎ এর অন রোড দাম পড়বে ৯৬,২৮৬ টাকা। তবে আপনি যদি এককালীন টাকা দিতে না পারেন তাহলে লোন নিতেও পারবেন শোরুমে।
কলকাতায় হোন্ডা শাইন ১২৫ এর ড্রাম ভ্যারিয়েন্ট কিনতে হলে আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে ১০ হাজার টাকা। অর্থাৎ আপনাকে ৮৬,২৮৬ টাকার লোন নিতে হবে। আপনি ৯.৭ শতাংশ সুদের হারে ৩৬ মাসের ইএমআই সহ এই টাকা লোন নিতে পারেন। এরজন্য প্রতি মাসে ২,৯৭৬ টাকা ইএমআই দিতে হবে। অর্থাৎ সুদ দিতে হবে ২৪,১৫০ টাকা। নতুন হোন্ডা শাইন ১২৫ এর অন-রোড দাম শহর এবং ডিলারশিপের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
Honda Shine 125 এর ফিচার ও মাইলেজ
হোন্ডার এই বাইকে রয়েছে ১২৩.৯৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১০.৭৪ পিএস পাওয়ার এবং ১১ এনএম পিক টর্ক উৎপন্ন করে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই বাইকটি প্রতি লিটারে ৫৫ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এছাড়া এই বাইকে রয়েছে সাইলেন্ট স্টার্ট সিস্টেম, ইঞ্জিন কিল সুইচ, ডুয়াল পড অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোলের মতো দারুণ সব ফিচার।
নতুন Honda Shine 125 ড্রাম এবং ডিস্ক দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কলকাতায় এর ড্রাম ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৮০,২৫০ টাকা। আবার এর আরটিও ফি ৮,৭২২ টাকা। এছাড়া ইন্স্যুরেন্স ফি ৭,৩১৪ টাকা। অর্থাৎ এর অন রোড দাম পড়বে ৯৬,২৮৬ টাকা।