ফেস্টিভ সিজনের আগে চমক, নতুন Honda Shine Celebration Edition প্রিমিয়াম লুকসের সাথে লঞ্চ হল
হোন্ডা উৎসবের মরসুমের কথা মাথায় রেখে তাদের বেস্ট সেলিং মোটরসাইকেল Shine এর নতুন এডিশন লঞ্চ করল। যার নামকরণ হয়েছে Honda...হোন্ডা উৎসবের মরসুমের কথা মাথায় রেখে তাদের বেস্ট সেলিং মোটরসাইকেল Shine এর নতুন এডিশন লঞ্চ করল। যার নামকরণ হয়েছে Honda Shine Celebration Edition। ড্রাম ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে এসেছে এটি। প্রথমটির দাম ৭৮,৮৭৮ টাকা। ডিস্ক ভার্সনের দাম অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ হয়নি। সাধারণ শাইনের সঙ্গে তুলনা করলে নতুন শাইন সেলিব্রেশন এডিশনে কসমেটিক কিছু আপগ্রেড দেওয়া হয়েছে। বাকি সবকিছু অপরিবর্তিত৷ দাম মাত্র ১,৫০০ টাকা বেশি।
Honda Shine Celebration Edition উপলব্ধ হবে ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক এবং ম্যাট রেড মেটালিক কালার অপশনে। প্রথম পেইন্ট স্কিমটি স্পোর্টি স্টাইলিং যোগ করলেও, দ্বিতীয়টিতে সোনালী রঙের কাজ প্রিমিয়াম ভাবকে আরও কিছুটা বাড়িয়েছে। অতিরিক্ত খরচ করে বাইকটির হেডল্যাম্প কাউল, ট্যাঙ্ক এক্সটেনশন, এবং সাইড প্যানেলে সোনালী রঙের গার্নিশ চোখে পড়বে।
এছাড়া, নতুন হোন্ডা শাইন সেলিব্রেশন এডিশনে সোনালী রঙের 'হোন্ডা' এবং 'শাইন' ব্যাজিং আছে। প্রিমিয়াম অনুভূতি বাড়াতে দেওয়া হয়েছে বাদামী রঙের সিট। মাফলার ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক পেইন্ট স্কিমে ফিনিশ করা। পারফরম্যান্স আগের মতোনই। সাধারণ শাইনের মতো এর সেলিব্রেশন এডিশন ১২৩.৪ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা ৭,৫০০ আরপিএম গতিতে ১০.৫ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন হবে।
হোন্ডা শাইনে কিক স্টার্ট এবং সেল্ফ স্টার্টার, দু'ধরনের ব্যবস্থাই আছে। সামনের ডিস্কের মাপ ২৪০ মিমি৷ বাইকটি দৌড়য় ১৮ ইঞ্চি চাকায়। উল্লেখ্য, ক'দিন আগে একইভাবে Activa Premium Edition লঞ্চ করেছে হোন্ডা। দিওয়ালি শুরু হওয়ার আগে সংস্থার আরও এরকম নয়া এডিশন মডেল বাজারে আসবে বলে আশা করা যায়।