Hop Electric: জিরো ডাউনপেমেন্ট, অল্প EMI, নবরাত্রি উপলক্ষ্যে বাইক-স্কুটারে বাম্পার অফার

ফেস্টিভ সিজন উপলক্ষে অটোমোবাইল সংস্থাগুলি নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। পাশাপাশি ছোট বড় বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেল সংস্থা ডিসকাউন্টের ঝুলি নিয়ে হাজির হচ্ছে। রাজস্থানের জয়পুরে বেড়ে ওঠা…

ফেস্টিভ সিজন উপলক্ষে অটোমোবাইল সংস্থাগুলি নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। পাশাপাশি ছোট বড় বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেল সংস্থা ডিসকাউন্টের ঝুলি নিয়ে হাজির হচ্ছে। রাজস্থানের জয়পুরে বেড়ে ওঠা এমনই এক সংস্থা হল Hop Electric Mobility। নবরাত্রি উপলক্ষে সংস্থাটি তাদের বিভিন্ন মডেলের উপর এনেছে নানাবিধ স্কিম। এছাড়াও দামের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় সব অফার। গ্রাহকদের সুলভে ইলেকট্রিক টু-হুইলার ক্রয় করার জন্য চালু করা হয়েছে সহজ ইএমআই। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক নবরাত্রি উপলক্ষে হপ ইলেকট্রিকের অফারগুলি।

এখন হপ ইলেকট্রিকের স্কুটারের দাম ৬৯,০০০ টাকা থেকে শুরু হয়েছে। সঙ্গে সহজ মাসিক কিস্তির সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে প্রতিমাসে মাত্র ১৮৯৯ টাকা প্রদান করেই হাতে পেতে পারেন Hop LYF-এর চাবি। অন্যদিকে ই-স্কুটার Leo কিনতে ইএমআই বাবদ মাসে খরচ হবে ২১৯৯ টাকা। হপ ইলেকট্রিকের একমাত্র বৈদ্যুতিক বাইক Hop OXO কিনতে হলে প্রতি মাসে ৩৪৯৯ টাকা মাসিক কিস্তি দিতে হবে। অফার এখানেই শেষ নয়।

সংস্থার প্রতিটি মডেলের উপর থাকছে জিরো ডাউনপেমেন্ট অপশন অর্থাৎ এক টাকাও ডাউনপেমেন্ট হিসেবে শুরুতে খরচ করার প্রয়োজন নেই। ফ্লেক্সিবল ইএমআই স্কিম সহ মোট ৫,০০০ টাকা পর্যন্ত বেনিফিট রয়েছে এই মডেলগুলির উপর। ফেস্টিভ অফার সম্পর্কে হপ ইলেকট্রিক মবিলিটির চিফ মার্কেটিং অফিসার রজনীশ সিং বলেন, “আনন্দে মেতে ওঠার জন্য উৎসবের মরসুম উপলক্ষে অসাধারণ সুযোগ নিয়ে এসেছি আমরা। আমাদের তৈরি আকর্ষণীয় স্কুটারগুলি কেবলমাত্র যে আনন্দের অনুভূতিকে বাড়াতে সাহায্য করে তা নয় বরং সবুজ বিপ্লবে অংশগ্রহণ করার জন্য এই এক বড় পদক্ষেপ। এই অসামান্য অফারে অংশগ্রহণ করার মাধ্যমে কার্বন নির্গমন কমানো এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে যাতায়াত ব্যবস্থায় নিজের অংশীদারিত্ব করতে পারবেন প্রতিটি গ্রাহক।”

প্রসঙ্গত, হপ ইলেকট্রিকের ঝুলিতে রয়েছে ইলেকট্রিক মোটরসাইকেল OXO। এটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৯৫ কিমি। বাইকটির এক্স শোরুম মূল্য ১.৩৩ লক্ষ টাকা। Hop LEO এবং LYF ই-স্কুটারও অত্যাধুনিক সব বৈশিষ্ট্য অফার করে। ১৯.৫ লিটারের বুট স্পেস, রিভার্স গিয়ার, এলইউডি কনসোল, ডিস্ক ব্রিক, কানেক্টিভিটি ফিচার্স, নেভিগেশন, ব্লুটুথ, প্রভৃতি। LEO এবং LYF-এর এক্স শোরুম মূল্য যথাক্রমে ৯৬,০০০ টাকা এবং ৮৩,২৫০ টাকা। এছাড়া, স্লো স্পিড ভার্সনের দাম শুরু হচ্ছে ৬৯,০০০ টাকা থাকে।