Hop Oxo: এক চার্জে 150 কিমি দৌড়য়, এই ইলেকট্রিক বাইক নিয়ে বড় খবর

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হপ (HOP) এদেশে তাদের Oxo বাইকের ডেলিভারি দেওয়া শুরু করল। সংস্থাটি জানিয়েছে তাদের এই...
SUMAN 14 Dec 2022 11:12 PM IST

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হপ (HOP) এদেশে তাদের Oxo বাইকের ডেলিভারি দেওয়া শুরু করল। সংস্থাটি জানিয়েছে তাদের এই কার্যক্রমের প্রক্রিয়া রাজস্থানের জয়পুর থেকে শুরু হয়েছে। সেখানকার ২,৫০০ গ্রাহকের হাতে ব্যাটারি চালিত মোটরসাইকেলের চাবি তুলে দিয়েছে হপ। বর্তমানে সংস্থার কাছে এর ১০,০০০-এর বেশি বুকিং জমে রয়েছে। সংস্থার দাবি দু'মাস আগে HOP Oxo-এর দাম ঘোষিত হওয়ার পর থেকে ৫০,০০০-এর বেশি ক্রেতা মডেলটির প্রতি আগ্রহ দেখিয়েছে।

এই প্রসঙ্গে হপ ইলেকট্রিকের প্রধান মার্কেটিং আধিকারিক রজনীশ সিং বলেন, “আমরা আমাদের ক্রেতাদের কাছে কৃতজ্ঞ, যারা দু’হাত মেলে এই নতুন মডেলটিকে স্বাগত জানিয়েছেন। আমরা পরিবেশবান্ধব যানবাহনগুলি মানুষের হাতের নাগালের মূল্যে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” রজনীশ জানান, জয়পুরের পর উত্তরপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটি রাজ্যে বাইকটির ডেলিভারি শুরু করবেন।

হপ অক্সো-র ডেলিভারিতে বিলম্ব হওয়ার নেপথ্যে কেন্দ্রীয় সরকারের ফেম-টু প্রকল্পে পরিবর্তন সাধনকে দায়ী করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে চাহিদা জোগান দিতে উৎপাদন বাড়ানো হবে। Oxo ও Oxo X – এই দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ মোটরসাইকেলটির দাম ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। শহরের রাস্তায় চলাচলের উপযুক্ত কমিউটার মোটরসাইকেলটিতে রয়েছে অল এলইডি লাইটিং, একটি ৫ ইঞ্চি আইপি৬৭ রেটেড ডিজিটাল ডিসপ্লে। যার সাথে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যায়।

Hop Oxo-তে তিনটি রাইডিং মোড উপলব্ধ – ইকো, পাওয়ার এবং স্পোর্ট। তবে X ভার্সন অতিরিক্ত হিসেবে টার্বো মোড পেয়েছে। এতে উপস্থিত ৩.৭৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ও ৬.২ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর। যা থেকে সর্বোচ্চ ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে। সংস্থার দাবি, সম্পূর্ণ চার্জে বাস্তবিক পরিস্থিতিতে Hop Oxo ১৫০ কিলোমিটার রেঞ্জ অফার করবে।

এছাড়া, Oxo X টার্বো মোডে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এটি ০-৪০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সময় নেবে মাত্র ৪ সেকেন্ড। ১৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট দ্বারা ব্যাটারিটি ০-৮০% চার্জ ৪ ঘন্টাতেই করা যাবে।

Show Full Article
Next Story