Hop Oxo: পেট্রল ছাড়াই ছুটবে 150 কিমি অব্দি, বাজারে আসছে নতুন ইলেকট্রিক বাইক, কবে লঞ্চ জেনে নিন

দেশের ইলেকট্রিক মোটরসাইকেল মার্কেটে Revolt RV 400, Tork Kratos, Oben Rorr, এবং Pure EV Etryst দের নতুন প্রতিপক্ষ হতে...
techgup 24 Aug 2022 9:19 PM IST

দেশের ইলেকট্রিক মোটরসাইকেল মার্কেটে Revolt RV 400, Tork Kratos, Oben Rorr, এবং Pure EV Etryst দের নতুন প্রতিপক্ষ হতে চলেছে Hop Oxo। যা জয়পুর ভিত্তিক স্টার্টআপ হোপ ইলেকট্রিকের প্রথম ই-বাইক। এতদিন ধরে বৈদ্যুতিক মোটরসাইকেলটির উপর নানা পরীক্ষা-নিরীক্ষা চলেছে‌। এবার আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ হল। Hop Oxo লঞ্চ হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ইতিমধ্যেই Hop Oxo এর ছবি প্রকাশ হয়েছে‌। অনেকটা Yamaha FZ-FI এর সঙ্গে ডিজাইনে মিল। বাইকটিতে সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল শক অ্যাবজর্ভার থাকবে। দুই চাকায় সিঙ্গেল ডিস্ক দেখা যাবে। তবে সংস্থার তরফে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলি এখনও না জানালেও, সে সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে।

Hop Oxo পুরোপুরি চার্জে ১৫০ কিলোমিটারের কাছাকাছি সফর করতে পারবে। ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে। কমার্শিয়াল লঞ্চের আগে ৫,০০০ এর বেশি বুকিং এসেছে বলে দাবি হোপের। তাদের লক্ষ্য, আগামী এক বছরের মধ্যে এই ইলেকট্রিক মোটরসাইকেলের ৫০,০০০ ইউনিট বিক্রি। পূর্বে সংস্থার চিফ মার্কেটিং অফিসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিছেন, “চাহিদার অনুমান আমরা করেছিলাম। তবে কমার্শিয়াল লঞ্চের আগেই ডিলারদের কাছে পাঁচ হাজার বুকিং আসা প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।”

এদিকে ট্রায়াল চলাকালীন ভারতের ১৪টি রাজ্যে ৭৫ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পাড়ি দিয়েছে Hop Oxo। ই-বাইকটির দাম ১.২০ লাখ টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়। এখন Leo ও LYF মডেলের দুই ই-স্কুটার বিক্রি করছে সংস্থাটি। জয়পুরে একটি কারখানাও রয়েছে হোপের।

Show Full Article
Next Story