পেট্রল ছাড়াই দৌড়বে 150 কিমি, Hero-Bajaj দের চাপে ফেলে নয়া ইলেকট্রিক বাইক লঞ্চ

ভারতের অন্যতম বৈদ্যুতিক মোটরবাইক স্টার্টআপ হপ ইলেকট্রিক (Hop Electric) তাদের Oxo ই-বাইক লঞ্চ করল। মোটরসাইকেলটির দাম ১.৫৬...
SUMAN 9 Feb 2023 3:06 PM IST

ভারতের অন্যতম বৈদ্যুতিক মোটরবাইক স্টার্টআপ হপ ইলেকট্রিক (Hop Electric) তাদের Oxo ই-বাইক লঞ্চ করল। মোটরসাইকেলটির দাম ১.৫৬ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। এটি তেলেঙ্গানা রাজ্য সরকার দ্বারা আয়োজিত হায়দ্রাবাদের ই-মোটর প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। এই মুহূর্তে হায়দ্রাবাদে সংস্থার দশটি শোরুম থেকে Hop Oxo বাইকটি কেনা যাবে। পরবর্তীতে উপলব্ধ হবে অন্যান্য শহরেও।

Hop Oxo কালার, ব্যাটারি ও রেঞ্জ

নতুন হপ অক্সো তিনটি রঙের বিকল্পে হাজির হয়েছে – টুইলাইট গ্রে, ক্যান্ডি রেড, ম্যাগনেটিক ব্লু, ইলেকট্রিক ইয়েলো এবং ট্রু ব্ল্যাক। কোম্পানি জানিয়েছে, বিশেষ শর্তসাপেক্ষে বাইকটি প্রো প্যাকেজ ফিচার সমেত কেনা যাবে। এতে দেওয়া হয়েছে একটি ৩.৭৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা ১৩৫ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তুলতে সক্ষমতা দান করবে।

অক্সো একটি বিএলডিসি হাব মোটরের ওপর নির্ভর করে ছুটবে। যা থেকে ৮.২ বিইএচপি শক্তি উৎপন্ন হবে। ই-মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি। ০-৪০/ঘন্টা স্পিড তুলতে সময় লাগবে ৪ সেকেন্ড। ৮৫০ ওয়াট চার্জার দ্বারা এতে উপস্থিত ব্যাটারিটি ০-৮০ শতাংশ চার্জ ৪ ঘন্টায় হয়ে যাবে। এতে উপস্থিত চারটি রাইডিং মোড – ইকো, পাওয়ার, স্পোর্ট এবং রিভার্স।

Hop Oxo ফিচার্স ও হার্ডওয়্যার

Hop Oxo-র ফিচারের তালিকায় উপস্থিত একটি ৫-ইঞ্চি স্মার্ট এলসিডি ডিসপ্লে, যা 4G LTE CAT4, AGPS সহ GNSS ও BLE 5.0 কানেক্টেড ফিচার যুক্ত। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং হাইড্রোলিক স্প্রিং লোড রিয়ার শক অ্যাবসর্বার। ২৫০ কেজি ওজন বহনের ক্ষমতা সমেত বাইকটিতে দেওয়া হয়েছে রি-জেনারেটিভ ব্রেকিং এবং কম্বি ব্রেক সিস্টেম সহ ডিস্ক ব্রেক।

Show Full Article
Next Story