সিগনাল ভেঙে বা বেশি স্পিডে গাড়ি চালিয়ে ‘কেস’ খেয়েছেন? 2 মিনিটে কীভাবে ই-চালান জমা দেবেন দেখুন

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে এই দুনিয়া। একসময় বিভিন্ন অফিসে পাহাড় প্রমাণ কাগজের স্তুপ যেখানে দেখতে পাওয়া যেত সেখানে আজ স্থান পেয়েছে কম্পিউটার। কয়েক বছরের…

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে এই দুনিয়া। একসময় বিভিন্ন অফিসে পাহাড় প্রমাণ কাগজের স্তুপ যেখানে দেখতে পাওয়া যেত সেখানে আজ স্থান পেয়েছে কম্পিউটার। কয়েক বছরের পুরনো ফাইল এক ক্লিকেই চলে আসছে চোখের সামনে। এমন যুগে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের উপর বসানো জরিমানার অর্থ জমা দেওয়ার মত সহজ কাজ আর কটা আছে জানা নেই। বেশ কয়েক বছর আগে এই সমস্ত জরিমানার টাকা জমা দিতে ঘুরে বেড়াতে হতো এক সরকারি অফিস থেকে অন্য সরকারি দপ্তর কিংবা লাইন দিতে হতো বহুজনের পিছনে। আজ সে সব অতীত। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আজ বাড়ি বাড়ি বসেই জমা দেওয়া যায় ট্রাফিক ফাইন।

ই-চালান অনলাইনে জমা দেওয়ার সহজ পদ্ধতি-

প্রয়োজনীয় তথ্য ও সংগ্রহ করা

অনেক সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ম ভঙ্গকারীর হাতে ধরিয়ে দেন জরিমানার অঙ্ক বসানো চালান। আবার কিছু রাস্তাতে বসানো স্পিড ক্যামেরায় ধরা পড়া অতিরিক্ত গতির গাড়ির নম্বর ট্র্যাক করে তার মালিকের মোবাইলে এসএমএস কিংবা ইমেইল মারফত পাঠিয়ে দেওয়া হয় ই-চালান। প্রথম ক্ষেত্রে চালানের অর্থ অনলাইনে দিতে গেলে প্রয়োজন হবে সেই চালানের নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের। আর দ্বিতীয় ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য এসএমএস এর কিংবা ইমেইল একাউন্টে পাঠিয়ে দেওয়া হয় স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে।

ওয়েবসাইট লগ-ইন

এর পরবর্তী ধাপে ভারত সরকারের মোটর ভেহিকেলস দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। সেটি হলো – echallan.parivahan.gov.in । এখানেই নির্দিষ্ট স্থানে সমস্ত প্রয়োজনীয় তথ্য ইনপুট করলেই দেখতে পারবেন ই-চালান। এর জন্য প্রয়োজন চালানের নম্বর গাড়ির নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর ইত্যাদি। এই ওয়েবসাইট ভিজিট করার আগে এই সমস্ত তথ্যগুলি হাতের কাছে রাখলে সমগ্র প্রক্রিয়াটি দ্রুততার সাথে করা সম্ভব।

ই-চালান যাচাই করা

উপরের এই সমস্ত তথ্য ওয়েবসাইটের সঠিক জায়গায় দেওয়ার পরেই খুলে যাবে ই-চালান। এখানে আপনি কোন দিন, কোন স্থানে, কোন সময় ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছেন তার সমগ্র তথ্য বিস্তারিতভাবে দেখানো হবে। এমনকি সেই স্থানে যদি সিসিটিভি ক্যামেরা ইন্সটল করা থাকে তবে সেই নির্দিষ্ট মুহূর্তের ছবিও সংযুক্ত থাকবে এই চালানের সঙ্গে। সমস্ত বিষয়টি দেখে নিয়েই পরবর্তী ধাপে এগিয়ে চলুন।

অনলাইন পেমেন্ট অপশন

সমস্ত বিষয়টি সম্পর্কে দেখে নেওয়ার পর এবার পরবর্তী ধাপে আপনাকে অনলাইনে এই অর্থ প্রদান করতে হবে। অনলাইনে এই অর্থ প্রদানের জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউপিআই পেমেন্ট অপশন দেওয়া থাকবে। এর মধ্যে থেকে পছন্দমত অপশন বেছে নিয়ে অতি সহজেই করে ফেলুন চালানের পেমেন্ট।

কনফার্মেশন এবং ইনভয়েস ডাউনলোড

অনলাইনের মাধ্যমে পেমেন্ট সাকসেসফুল হলেই তৎক্ষণাৎ আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ এবং ওই ওয়েবসাইটে সেই পেমেন্টের জন্য একটি অনলাইন রিসিপ্ট দেখানো হবে। ভবিষ্যতের জন্য এই পাতার একটি ছবি মোবাইলে তুলে রাখুন। তাছাড়াও এই পেমেন্টের ট্রানজেকশন আইডি এবং রেফারেন্স নাম্বার সমস্ত কিছুই ভবিষ্যতের কথা ভেবে লিখে রাখা ভালো। আর কোনও কারনে অনলাইন পেমেন্ট করতে ব্যর্থ হলে সমগ্র প্রক্রিয়াটি আবারও প্রথম থেকে শুরু করতে হবে আপনাকে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন