ছোট প্যাকেজে বড় ধামাকা! সেরা কম্প্যাক্ট মোটরবাইক আনছে বিখ্যাত সুইডিশ সংস্থা

সুইডিশ ব্র্যান্ড Husqvarna তাদের বহু প্রতীক্ষিত মোটরসাইকেল, Vitpilen 801 পরশুদিন অর্থাৎ ২ অক্টোবর উন্মোচনের কথা জানিয়েছে। স্ক্র্যাম্বলার স্টাইল থেকে অনুপ্রাণিত এই স্ট্রিট ফাইটার বাইকের একটি…

Husqvarna Vitpilen 801 To Debut On October 2

সুইডিশ ব্র্যান্ড Husqvarna তাদের বহু প্রতীক্ষিত মোটরসাইকেল, Vitpilen 801 পরশুদিন অর্থাৎ ২ অক্টোবর উন্মোচনের কথা জানিয়েছে। স্ক্র্যাম্বলার স্টাইল থেকে অনুপ্রাণিত এই স্ট্রিট ফাইটার বাইকের একটি টিজার প্রকাশ করছে সংস্থা। তাতে Vitpilen 801 আংশিকভাবে দৃশ্যমান এবং বেশ কিছু বিবরণ সামনে এসেছে।

প্রথমত, বাইকটিতে একটি নতুন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে যা Svartpilen 801 এর চেয়ে কম উচ্চতায় অবস্থান করছে বলে অনুমান করা হচ্ছে। হেডলাইটের ডিজাইনে বেশ নতুনত্ব আছে। ডিম্বাকৃতি এলইডি ডিআরএল-এ একটি ইনসেট এলইডি প্রজেক্টর রয়েছে, যা Vitpilen 801-এর স্টাইলে নতুন মাত্রা যোগ করেছে।

Husqvarna Vitpilen 801 একটি পাওয়ারফুল ৭৯৯ সিসির প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিনে দৌড়বে, যা ৯,২৫০ আরপিএম গতিতে ১০৩.২৫ বিএইচপি ক্ষমতা এবং ৮,০০০ আরপিএমে সর্বোচ্চ ৮৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি সিক্স স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত।

বাইকটিতে ক্রোমিয়াম-মলিবডেনাম টিউবুলার ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনের ও পিছনের WP Apex আপসাইড ডাউন ফর্ক ও WP মনোশক সাসপেনশন উভয়ই অ্যাডজাস্টেবল। বিশেষ ফিচার্সের মধ্যে অল-এলইডি লাইট, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস দেখা যেতে পারে। ভারতে বাইকটি লঞ্চের সম্ভাবনা খুব কম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন