Hyundai Alcazar: পুজোর আগে বড় চমক নিয়ে হাজির হুন্ডাই, লঞ্চ করল দুর্দান্ত গাড়ি

Hyundai Alcazar Facelift অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। বিপুল জনপ্রিয় ক্রেটার বড় ভাই হিসাবে পরিচিত এই SUV-র আপডেটেড ভার্সনের দাম 14.99 লাখ টাকা থেকে…

hyundai alcazar facelift launched at rs 14 99 lakh in india

Hyundai Alcazar Facelift অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। বিপুল জনপ্রিয় ক্রেটার বড় ভাই হিসাবে পরিচিত এই SUV-র আপডেটেড ভার্সনের দাম 14.99 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এটি পেট্রল ট্রিমের মূল্য। অন্যদিকে, ডিজেল ভ্যারিয়েন্টের দাম শুরু 15.99 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)। SUV স্টাইলের গাড়িতে MPV-র মতো প্র্যাকটিক্যালিটি ও স্পেস খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য সেরা বিকল্প হতে পারে Hyundai Alcazar।

ডিজাইন

হুন্ডাই অ্যালকাজার ফেসলিফ্ট নতুন প্রজন্মের ক্রেটার মতো ডিজাইন ও ফিচার্স আপডেট পেয়েছে। এতে নতুন গ্রীল, হেডল্যাম্প, নয়া ডিজাইনের অ্যালয় হুইল, ও হুন্ডাইয়ের সিগনেচার কানেক্টেড টেলল্যাম্প রয়েছে। আগের মডেলের ডিজাইন বজায় রাখা হলেও, মৌলিক পরিবর্তনগুলি এমন ভাবে করা হয়েছে, যাতে ফ্রেশ লুকস আসে।

আরও পড়ুন : রেসিং গাড়ির স্পিডে ছুটবে ফোন! বড় চমক নিয়ে লঞ্চ হল Realme Narzo 70 Turbo 5G

আটলাস হোয়াইট, অ্যাবিস ব্ল্যাক পার্ল, রেঞ্জার খাকি, ফায়ারি রেড, রোবাস্ট এমেরাল্ড পার্ল, স্টারি নাইট, টাইটান গ্রে ম্যাট এবং অ্যাবিস ব্ল্যাক রুফ সহ আটলাস হোয়াইট নামে আটটি কালার অপশনের মধ্যে গাড়িটি ক্রেতারা বেছে নিতে পারেন।

কেবিন ফিচার্স

নতুন Hyundai Alcazar-এর কেবিন বিশাল ডুয়েল ডিজিটাল ডিসপ্লে, ছয়টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড রিয়ার সিট, প্যানোরামিক সানরুফ, 8-স্পিকার বোস সাউন্ড সিস্টেম, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, ও Level 2 ADAS ফিচার্স সহ আপডেট করা হয়েছে। ট্রিম ও ভ্যারিয়েন্ট অনুযায়ী থাকছে সিক্স ও সেভেন সিটার অপশন।

আরও পড়ুন : Motorola Razr 50 ভারতে এসে গেল, এখন কিনলে 15 হাজার টাকা সস্তা, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

ইঞ্জিন ও গিয়ারবক্স অপশন

Hyundai Alcazar গাড়িটি 158 বিএইচপি ও 250 এনএম টর্ক উৎপাদনকারী 1.5 লিটার GDi টার্বো পেট্রল ইঞ্জিনের পাশাপাশি একটি 1.5 লিটার ডিজেল ইঞ্জিন অপশনে বেছে নেওয়া যাবে, যার আউটপুট 113 বিএইচপি ও 250 এনএম। সিক্স স্পিড MT/AMT ও সেভেন স্পিড DCT গিয়ারবক্স অপশন মিলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন