Hyundai Micro SUV: টাটা পাঞ্চের দাপট কমাতে তৎপর হুন্ডাই, ভারতে আনছে ছোট এসইউভি
হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (Hyundai Motor India Limited বা HMIL) ভারতে তাদের প্রথম মাইক্রো এসইউভি (SUV) লঞ্চ করবে বলে...হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (Hyundai Motor India Limited বা HMIL) ভারতে তাদের প্রথম মাইক্রো এসইউভি (SUV) লঞ্চ করবে বলে অফিশিয়ালি ঘোষণা করল। যার সাংকেতিক নাম – Ai3। আসন্ন সাব কম্প্যাক্ট গাড়িটি Hyundai Grand i10 Nios-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। লঞ্চের আগেই Hyundai Ai3-এর সম্পর্কে বিশদে জেনে নিন।
Hyundai Ai3 ডিজাইন
বাজারে আসতে চলা গাড়িটির ডিজাইনের সাথে দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রিত Hyundai Casper-এর মিল থাকবে। Ai3-তে থাকছে প্যারামেট্রিক ফ্রন্ট গ্রিল, সার্কুলার প্রোজেক্টর হেডল্যাম্প এবং সামনে ডিআরএল। এছাড়া দেওয়া হয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, বর্গাকৃতি হুইল আর্চ, প্লাস্টিক ক্ল্যাডিং এবং রুফ রেল। পেছনে থাকছে প্যারামেট্রিক টেল লাইট।
Hyundai Ai3 ফিচার্স
হুন্ডাই এআই৩-এর ফিচারের তালিকায় রয়েছে একটি নতুন প্রজন্মের স্টেয়ারিং হুইল, যা Hyundai Ioniq 5 EV-তেও দেখতে পাওয়া যায়। কেবিনে উপস্থিত একটি ৪২ ইঞ্চি ফুল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লু লিঙ্ক কানেক্টিভিটি সহ একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটো ক্লাইমেট কন্ট্রোল, মুড লাইটিং, ভেন্টিলেটেড ড্রাইভার সিট এবং একটি সানরুফ।
Hyundai Ai3 ইঞ্জিন ও প্রতিপক্ষ
এগিয়ে চলার শক্তি জোগাতে Hyundai Ai3-তে থাকছে একটি ১.২ লিটার Kappa VTVT পেট্রোল ইঞ্জিন। যা Grand i10 Nios-এও আছে। এটি থেকে সর্বোচ্চ ৮১.৮ এইচপি শক্তি এবং ১১৩.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি এক লিটার জ্বালানিতে ২০.১ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে।
এদেশে Hyundai Ai3-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Punch। গাড়িটির সুরক্ষাজনিত ফিচারের তালিকায় থাকতে পারে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS), ফরোয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স এবং ব্লাইন্ড স্পট ডিটেকশন। গাড়িটির দাম ৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। যদিও সেটি লঞ্চের পর নিশ্চিতভাবে বলা যাবে।