Best Selling Car: টাটা বা মারুতি নয়, ভারতে সর্বাধিক বিক্রি হচ্ছে এই গাড়ি, নাম চমকে দেবে

প্রতি মাসে বরাবরই ভারতের সর্বাধিক বিক্রিত ১০টি গাড়ির তালিকায় মারুতি সুজুকির মডেল বেশি থাকে। আগে বিক্রির নিরিখে ইন্দো-জাপানি সংস্থাটির গাড়ি শীর্ষস্থানে থাকলেও, এখন সেই জায়গা…

Hyundai Creta Beats Tata Punch Maruti Swift To Become Best Selling Car In July 2024

প্রতি মাসে বরাবরই ভারতের সর্বাধিক বিক্রিত ১০টি গাড়ির তালিকায় মারুতি সুজুকির মডেল বেশি থাকে। আগে বিক্রির নিরিখে ইন্দো-জাপানি সংস্থাটির গাড়ি শীর্ষস্থানে থাকলেও, এখন সেই জায়গা নিয়েছে টাটা। বিগত ক’মাস ধরে দেশের বেস্ট সেলার পাঞ্চ এসইউভি। সুইফট একবার প্রথম স্থান দখল করলেও, ফের সেই তকমা ছিনিয়ে নিয়েছে টাটা। তবে শুনলে অবাক হবেন যে, জুলাইয়ে ভারতের বেস্ট সেলিং গাড়ি টাটা বা মারুতির কারোর নয়।।

জুলাইয়ে ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেয়েছে হুন্ডাই ক্রেটা। ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হওয়ার পর থেকেই গাড়িটির জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। গত মাসে শুধু ভারতের বাজারেই ক্রেটার ১৭,৩৫০ ইউনিট বিক্রি হয়েছে। ২০১৫ সালে দেশে যাত্রা শুরু করার পর এই প্রথম কোনও মাসে এত সংখ্যায় বিক্রি হয়েছে এই কম্যাক্ট এসইউভি। আরও একটি রেকর্ড গড়েছে এটি। এক মাসে ১৭,৩৫০ ইউনিট বিক্রি একটি মিড-সাইজ এসইউভি’র ক্ষেত্রে সর্বাধিক।

তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও প্রতিপক্ষদের টেক্কা দিয়ে সেরার আসনে বসেছে হুন্ডাই ক্রেটা। বাজারে এটির সঙ্গে কিয়া সেল্টোস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা, ও টয়োটা আরবান ক্রুজার হাইরাইডারের রেষারেষি চলে। তাছাড়াও, মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে স্কোডা কুশাক, ফোক্সওয়াগেন টাইগুন, হোন্ডা এলিভেট, ও এমজি অ্যাস্টরের মতো জনপ্রিয় মডেল রয়েছে। আবার এই লিস্টে আজ যোগদান করবে টাটা কার্ভ।

হুন্ডাই ক্রেটা ভ্যালু ফর মানি এসইউভি হিসাবে পরিচিত। ভারতীয় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে গাড়িটি বানিয়েছে সংস্থা। প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, সিক্স এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো ফিচার্স রয়েছে। সঙ্গে পেট্রল, টার্বো পেট্রল, ও ডিজেল ইঞ্জিন অপশন উপলব্ধ। ক্রেটার দাম এখন ১১ লক্ষ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।