Hyundai Creta Electric: ক্রেটার ইলেকট্রিক ভার্সন লঞ্চের প্রস্তুতি শুরু করল হুন্ডাই, দাম, ফিচার কেমন হবে

ভারতের বাজারে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল বা বিইভি (BEV) আনার জন্য বিভিন্ন সংস্থা উঠেপড়ে লেগেছে। যার মধ্যে অন্যতম...
SUMAN 20 Feb 2023 10:31 PM IST

ভারতের বাজারে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল বা বিইভি (BEV) আনার জন্য বিভিন্ন সংস্থা উঠেপড়ে লেগেছে। যার মধ্যে অন্যতম হুন্ডাই (Hyundai)। যার জন্য তারা এদেশে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতে ছয়টি নতুন বিইভি লঞ্চের বিষয়টি সর্বসমক্ষে জানিয়েছে। Ioniq 5-এর পর এবারে তারা Creta-এর ইলেকট্রিক ভার্সন হাজির করতে চলেছে। এসইউভি গাড়িটির বর্তমানে ভারতের রাস্তায় SU2i EV সাংকেতিক নামে ট্রায়াল চালানো হচ্ছে। যার ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

Hyundai Creta Electric SUV-কে রাস্তায় দেখা গেল

হুন্ডাইয়ের অতি জনপ্রিয় এসইউভি ক্রেটা-র ইলেকট্রিক ভার্সনের এই প্রথমবার ভারতে দর্শন পাওয়া গিয়েছে। সেমি-ক্যামোফ্লেজে মোড়ানো গাড়িটি গ্রে কালারের। গাড়িটির ফ্লোর প্যান আগের চাইতে বাড়ানো হয়েছে সাথে বডি কালারেও চমক নজরে পড়েছে। এর ডিজাইন এবং স্টাইলের বেশিরভাগ অংশই বর্তমান বর্তমান মডেলটির সাথে সমান। বিদ্যমান প্লাটফর্মের মডিফায়েড ভার্সনের উপর ভিত্তি করে আসতে পারে নতুন হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক।

Hyundai Creta Electric SUV Spied Testing in India
Photo Credit: Rushlane.com

Hyundai Creta Electric SUV ফিচার, দাম

এখনও পর্যন্ত ক্রেটা ইলেকট্রিকের ব্যাটারি এবং রেঞ্জের বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। জল্পনা শোনা যাচ্ছে, Creta EV-তে এগিয়ে চলার শক্তি জোগাতে Kona EV-র পাওয়ারট্রেন ব্যবহার করা হতে পারে। যেটি একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর। যার আউটপুট ১৩৬ বিএইচপি এবং ৩৯৫ এনএম টর্ক। এতে রয়েছে একটি ৩৯.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যার পরীক্ষিত রেঞ্জ ৪৫২ কিলোমিটার।

Hyundai Creta EV-র বর্তমানে রাস্তায় চালিয়ে কার্যকারিতা খতিয়ে দেখার কাজ চলছে। অনুমান করা হচ্ছে, ২০২৫-এর অটো এক্সপো-তে আত্মপ্রকাশ করতে পারে গাড়িটি। ২০২৪-এর শেষের দিকে এর গণ উৎপাদন শুরু হতে পারে। লঞ্চের পর এটি Maruti Suzuki YY8 EV-এর সাথে সম্মুখ সমরে নামবে। এছাড়াও প্রতিপক্ষদের তালিকায় রয়েছে Mahindra এবং Tata আসন্ন মাঝারি আকারের এসইউভি।

হুন্ডাই বছরে তাদের আসন্ন এই ইলেকট্রিক গাড়িটির ২০,০০০-২৫,০০০ ইঊনিট বিক্রির লক্ষ্য রেখেছে। দামের প্রসঙ্গে বললে, Hyundai Creta EV-এর এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টটির মূল্য ১৫ লক্ষ টাকা রাখতে পারে। যেখানে প্রিমিয়াম মডেলটির দাম পড়তে পারে ৩০ লক্ষ টাকা। হুন্ডাইয়ের চেন্নাইয়ের কারখানাতেই গাড়িটি তৈরি করা হতে পারে।

Show Full Article
Next Story