ঘুম ছুটবে টাটা-মারুতির! গাড়ি বাজারে ঝড় তুলতে এই তারিখে লঞ্চ হবে হুন্ডাই ক্রেটা ইভি
SUV এর বাজারে দারুন জনপ্রিয় Hyundai Creta। এবার সেই গাড়ির ইলেকট্রিক সংস্করণ আনছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। কবে লঞ্চ হবে এই গাড়ি তার দিনক্ষণ প্রকাশ করল হুন্ডাই।
২০২৫ সালের শুরুতেই নতুন ইলেকট্রিক গাড়ি প্রকাশ করতে চলেছে Hyundai। বছর গড়ালেই দেশে হাজির হবে Hyundai Creta EV। ভারতে জনপ্রিয় SUV এই Creta। এবার সেই গাড়ির ইলেকট্রিক সংস্করণ প্রকাশ করতে চলেছে কোম্পানি। বেশ কয়েকদিন গাড়ি বাজারে এই মডেল নিয়ে চর্চা চলছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানুয়ারিতেই ক্রেটার ইভি রূপ প্রকাশ করতে চলেছে হুন্ডাই।
কবে লঞ্চ হবে Hyundai Creta EV?
১৭ জানুয়ারি, ২০২৫-এ এই গাড়ি লঞ্চ করবে হুন্ডাই। এটি সর্বপ্রথম প্রকাশ করা হবে ভারত মোবিলিটি শো-তে। বর্তমানে যে ক্রেটা বিক্রি হয়, তার থেকে বেশ কিছু জায়গায় আলাদা হতে পারে আপকামিং বৈদ্যুতিক গাড়ির ডিজাইন।
Hyundai Creta EV এর ফিচার্স ও স্পেসিফিকেশন
গাড়িতে পাওয়া যাবে একটি থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং কলামের কাছাকাছি একটি ড্রাইভ সিলেক্টর কন্ট্রোলার এবং দুটি কাপ হোল্ডার-সহ একটি রিস্টাইল করা সেন্টার কনসোল। এছাড়া, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ফাংশন, ভেন্টিলেটেড আসন, অটো-হোল্ড এবং একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরাও থাকবে।
ইনফোটেইনমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিসপ্লের জন্য টুইন-স্ক্রিন সেটআপ অফার করতে পারে হুন্ডাই। এই গাড়িতে আরও বৈশিষ্ট্য এবং একটি নতুন সফ্টওয়্যার ইন্টারফেস থাকতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৪৫ কিলোওয়াট আওয়ার। অনুরূপ ব্যাটারি ক্ষমতা রয়েছে Tata Curvv এর এন্ট্রি-লেভেল মডেলগুলোতে। সর্বোচ্চ ১৩৮ হর্সপাওয়ার এবং ২৫৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম গাড়িটি
Hyundai Creta EV এর সম্ভাব্য দাম
Hyundai India- এর তরফে দাবি করা হয়েছে, প্রতি বছর Creta EV-এর প্রায় ২৪,০০০ ইউনিট তৈরি করা হবে। খুব সম্ভবত এই গাড়ি ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ দামের মধ্যে লঞ্চ হতে পারে দেশে। এই ইলেকট্রিক SUV- কে টক্কর দেবে Mahindra BE 6e, Tata Curvv EV, MG ZS EV, এবং Maruti-এর আসন্ন ইলেকট্রিক গাড়ি।
SUV এর বাজারে দারুন জনপ্রিয় Hyundai Creta। এবার সেই গাড়ির ইলেকট্রিক সংস্করণ আনছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। কবে লঞ্চ হবে এই গাড়ি তার দিনক্ষণ প্রকাশ করল হুন্ডাই।