চিন্তায় ঘুম উড়েছে টাটা-মারুতির, জানুয়ারি মাসেই লঞ্চ হবে Hyundai Creta ফেসলিফ্ট

হ্যাচব্যাকের পাশাপাশি দুর্দান্ত সব এসইউভি (SUV) তৈরির জন্য পরিচিত হুন্ডাই (Hyundai)। ভারতে তাদের এসইউভির কোয়ালিটির...
techgup 6 Dec 2023 7:19 PM IST

হ্যাচব্যাকের পাশাপাশি দুর্দান্ত সব এসইউভি (SUV) তৈরির জন্য পরিচিত হুন্ডাই (Hyundai)। ভারতে তাদের এসইউভির কোয়ালিটির সত্যিই তারিফ করতে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সময় তারা লঞ্চ করে চলেছে বিভিন্ন মডেল। দেশে হুন্ডাইয়ের সুপরিচিত এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম ক্রেটা (Creta)। ২০২০ সালে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলটির শেষ সংস্করণ বাজারে এসেছিল। বর্তমানে এসইউভি গাড়ি বাজারে প্রতিযোগিতা তীব্র। হুন্ডাইকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন মডেল লঞ্চ করছে টাটা, মারুতিরা। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী বাজারে আসার ফলে কিছুটা যেন পিছিয়ে পড়েছে ক্রেটা। তাই নতুন বছরেই লঞ্চ হতে চলেছে ক্রেটা ফেসলিফ্ট।

Hyundai Creta Facelift আসছে জানুয়ারিতে

সাম্প্রতিককালে হুন্ডাই ফেসলিফ্টের টেস্টিং করার বিভিন্ন ছবি দেখতে পাওয়া গেছে। ক্যামোফ্লেজের আড়ালে ঢাকা থাকলেও সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০২৪-এর ১৬ই জানুয়ারি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এই দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা।

শোনা যাচ্ছে, সেখানেই নতুন ক্রেটা আত্মপ্রকাশ করতে চলেছে। বিগত এক দেড় বছরের মধ্যেই হুন্ডাইয়ের যাবতীয় গাড়ি আপগ্রেড হলেও বাদ থেকে গিয়েছে এই এসইউভি। যদিও ক্রেটার একটি স্পেশাল এডিশন মডেল সম্প্রতি লঞ্চ করেছে হুন্ডাই। কিন্তু এবার বড় আপগ্রেডের পালা আর সেটা আসছে ফেসলিফ্টের মাধ্যমে।

নতুন Hyundai Creta-এর কেমন ফিচার অফার করবে সেই সম্পর্কিত কোনো তথ্য সামনে আসেনি। তবে লেটেস্ট ট্রেন্ড এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই যে ফিচার্স নির্ধারিত হবে, তা হলফ করে বলা যায়। এই বছর বাজারে আসা Kia Seltos Facelift ভারতীয় গ্রাহকদের মনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। নতুন ক্রেটাও সেই একই জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story