Car Discount: দীপাবলি উপলক্ষে 1 লাখ টাকা ডিসকাউন্ট! মারুতি-হুন্ডাইও এই গাড়ির সামনে ফেল
ফরাসি প্রিমিয়াম গাড়ি নির্মাতা সিট্রোয়েন (Citroen) সম্প্রতি ভারতের বাজারে তাদের বহু প্রত্যাশিত C3 Aircross গাড়িটি...ফরাসি প্রিমিয়াম গাড়ি নির্মাতা সিট্রোয়েন (Citroen) সম্প্রতি ভারতের বাজারে তাদের বহু প্রত্যাশিত C3 Aircross গাড়িটি লঞ্চ করেছে। এসইউভিটির দাম ৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হয়েছে – You, Plus ও Max। প্রথম ভ্যারিয়েন্টটি পাঁচ ও বাকি দুটি সাত আসন সংখ্যায় বেছে নেওয়া যায়। সেভেন সিটার মডেলের জন্য অতিরিক্ত ৩৫,০০০ টাকা দিতে হয়। দীপাবলির আগে C3 Aircross মডেলটি ১ লাখ টাকা পর্যন্ত ছাড়ে অফার করেছে সিট্রোয়েন।
ডিলার সূত্রে খবর, ক্রেতারা ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকায় ৫ বছর বা ৬০,০০০ কিলোমিটারের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এবং ৫০,০০০ কিলোমিটার অথবা ৫ বছরের জন্য ৪৫,০০০ টাকার অ্যানুয়াল মেন্টেনেন্সের সুবিধা পাবেন। তবে যদি ক্রেতারা এই অফারে আগ্রহী না হন সেক্ষেত্রে ৯০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট বেছে নেওয়া যাবে।
Citroen C3 Aircross : প্রতিপক্ষ
C3 Aircross-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara, Toyota Hyryder, Volkswagen Taigun ও Skoda Kushaq। গাড়িটি CMP মডিউলার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এই একই প্ল্যাটফর্ম C3 ও ëC3-এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। গাড়িটির ৯০% স্থানীয়করণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
Citroen C3 Aircross : ডিজাইন
C3-এর থেকে অনুপ্রাণিত C3 Aircross-এর সামনের গ্রিলে রয়েছে লোগো। ক্রোম ও পিয়ানো ব্ল্যাক ইনসার্ট বর্তমান এতে। এছাড়া রয়েছে Y-আকৃতির এলইডি ডিআরএল ও হেডল্যাম্প, ফগ ল্যাম্প দ্বারা আবৃত বৃহত্তর এয়ার ভেন্ট, স্কয়ার টেলল্যাম্প সহ বড় টেলগেট ও ১৭ ইঞ্চি ডুয়েল-টোন অ্যালয় হুইল।
Citroen C3 Aircross : ফিচার্স
Citroen C3 Aircross-এর বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে যুক্ত ১০-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম। গাড়িটির দ্বিতীয় এবং তৃতীয় সারির সিটের যাত্রীদের জন্য এসি ভেন্টস এবং ড্রাইভ মোড সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বর্তমান।
Citroen C3 Aircross : ইঞ্জিন
মিড সাইজ এই এসইউভি গাড়িটি ১.২ লিটার, ৩-সিলিন্ডার, টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিনে ছোটে। এটি থেকে ১১০ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে ৬-ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ারবক্স। লিটার পিছু মাইলেজ ১৯ কিলোমিটারের কাছাকাছি।