মধ্যবিত্তের স্বপ্নপূরণ, 46,000 টাকা সস্তায় লঞ্চ হল Hyundai Exter-এর নয়া সানরুফ ভ্যারিয়েন্ট

উৎসবের মরসুম শুরু হওয়ার আগে ভারতে Hyundai Exter-এর দুই নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল। নয়া ট্রিম দু’টি সানরুফ ফিচারকে আরও সাধ্যের মধ্যে নিয়ে এসেছে। নতুন Exter…

hyundai exter gets two new variants sunroof more affordable by rs 46000

উৎসবের মরসুম শুরু হওয়ার আগে ভারতে Hyundai Exter-এর দুই নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল। নয়া ট্রিম দু’টি সানরুফ ফিচারকে আরও সাধ্যের মধ্যে নিয়ে এসেছে। নতুন Exter S(O)+ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7.86 লক্ষ টাকা। অন্যদিকে, Exter S+ AMT কিনতে খরচ হবে 8.44 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

এতদিন, Hyundai Exter-এর SX ট্রিম থেকে সিঙ্গেল পেন সানরুফ উপলব্ধ ছিল। নতুন S(O)+ ট্রিমটি ম্যানুয়াল ভ্যারিয়েন্টে সানরুফ ফিচারটিকে 37,000 টাকা সস্তা করে তুলেছে। অন্যদিকে S+ AMT সানরুফ যুক্ত হুন্ডাই এক্সটারকে অটোমেটিক ভ্যারিয়েন্টগুলিতে 46,000 টাকা সাশ্রয়ী করে তুলেছে।

জানিয়ে রাখি, Tata Altroz-এর পরেই Hyundai Exter বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা সানরুফ যুক্ত গাড়ি। Tata Altroz XM S ট্রিমে সানরুফ পাওয়া যায়, যার দাম 7.45 লক্ষ টাকা। সানরুফ ছাড়া, Hyundai Exter-এর নতুন ট্রিম দু’টির সমস্ত ফিচার্স নীচের ভ্যারিয়েন্ট থেকে নেওয়া হয়েছে। ক্রেতারা পাবেন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইমেন্ট সিস্টেম, রিয়ার এসি ভেন্ট, অল পাওয়ার উইন্ডো, ফলো মি হেডল্যাম্প, প্রভৃতি।

আরও পড়ুন : কাগজের মতো ট্যাবলেট আনল TCL, 14 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে রয়েছে 10,000mah ব্যাটারি

Hyundai Exter-এর স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, প্রতিটি সিটে 3 পয়েন্ট সিটবেল্ট, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, ESC, ABS, EBD, হিল হোল্ড অ্যাসিস্ট। এই মাইক্রো এসইউভি’র হুডের নীচে 83 হর্সপাওয়ার ও 114 এনএম টর্ক উৎপাদনকারী 1.2 লিটার ফোর সিলিন্ডার পেট্রল ইঞ্জিন রয়েছে।

আরও পড়ুন : Top 5 Scooters: ভারতের সেরা পাঁচ স্কুটার, সুন্দর মাইলেজ সহ পাবেন জীবনভর সার্ভিস

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন