বাজারের দখল নেবে এই ম্যাজিক গাড়ি, টেক্কা দেবে টাটাকেও, বুড়ো আঙুল দেখাল Hyundai

ভারতের কম্প্যাক্ট এসইউভি (SUV) গাড়ির বাজারে আগামী ১০ই জুলাই নতুন সদস্য হিসেবে পা রাখতে চলেছে – Hyundai Exter। এবারে...
Suman Patra 24 Jun 2023 8:07 PM IST

ভারতের কম্প্যাক্ট এসইউভি (SUV) গাড়ির বাজারে আগামী ১০ই জুলাই নতুন সদস্য হিসেবে পা রাখতে চলেছে – Hyundai Exter। এবারে গাড়িটির উৎপাদন শুরুর কথা ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তাদের চেন্নাইয়ের শ্রীপেরুমবুদুরের কারখানায় গাড়ি তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই এক্সটার-এর বাহির এবং অন্দরমহলের ডিজাইন প্রকাশ করেছে হুন্ডাই (Hyundai)। ভ্যারিয়েন্ট এবং ফিচারের তালিকাও নিশ্চিত করা হয়েছে। তাই এখন গাড়িটির যেই তথ্যকে ঘিরে সর্বাধিক কৌতুহল, তা হল এর দাম কত রাখা হবে। লঞ্চের দিনই সেটি জানাবে হুন্ডাই। আসুন গাড়িটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2023 Hyundai Exter: এক্সটিরিয়র

আসন্ন হুন্ডাই এক্সটার-এর Maruti Suzuki Fronx-এর মতো একটি স্কিড প্লেট দেওয়া হয়েছে। আবার পেছনের টেললাইটটিও চমকাচ্ছে। সামঞ্জস্য রেখে সামনে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। পেছনের অংশটি বক্সি স্টাইলের। উঁচু ও ফ্ল্যাট বনেট থাকায় সামনের অংশটি পেশীবহুল দেখাচ্ছে। হেডল্যাম্প ভার্টিক্যালি স্প্লিট করা। আবার ফ্রন্ট এন্ডে রয়েছে সিলভার স্কাফ প্লেট এবং বোল্ড ‘এক্সটার’ ব্যাজিং।

2023 Hyundai Exter: ইন্টেরিয়র

Tata Punch-কে টেক্কা দিতে Hyundai Exter একাধিক সর্বাধুনিক ফিচার সমেত হাজির হচ্ছে। যেমন একটি ৮ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন এবং কালার টিএফটি মিড সহ অ্যাডভান্সড ডিজিটাল ক্লাস্টার (৪.২ ইঞ্চি)। এছাড়া রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সমর্থন যুক্ত ইনফোটেনমেন্ট ইউনিট, টিপিএমএস, পার্কিং ডিস্টেন্স, সানরুফ, ১০টি স্থানীয় এবং ২টি আন্তর্জাতিক ভাষার ভয়েস কমান্ড, এবং সিটবেল্ট রিমাইন্ডার।

2023 Hyundai Exter: স্পেসিফিকেশন

হুন্ডাই আসন্ন গাড়িটির ইঞ্জিন সম্পর্কে জানিয়েছে যে তারা Aura, Grand i10 Nios এবং i20-র মতো Exter-এও একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন দিয়েছে। যা থেকে ৮৩ পিএস শক্তি এবং ১১৩.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার সিএনজি ভ্যারিয়েন্টের আউটপুট ৬৯ পিএস এবং ৯৫.২ এনএম। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৫-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সমেত বেছে নেওয়া যাবে। টপ-স্পেক ভ্যারিয়েন্টে দেওয়া হতে পারে একটি ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১২০ পিএস শক্তি এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এতে থাকতে পারে ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Show Full Article
Next Story