Car of the Year 2024: টাটা-মারুতিকে টেক্কা দিয়ে বছরের সেরা গাড়ির পুরস্কার পেল হুন্ডাই

বছরের শেষে ভারতীয় গাড়ি শিল্পের হালহকিকত খতিয়ে দেখার সময় এসেছে। এ বছর লঞ্চ হওয়া চার চাকাগুলির মধ্যে কোনটি সেরা তা...
SUMAN 23 Dec 2023 7:01 PM IST

বছরের শেষে ভারতীয় গাড়ি শিল্পের হালহকিকত খতিয়ে দেখার সময় এসেছে। এ বছর লঞ্চ হওয়া চার চাকাগুলির মধ্যে কোনটি সেরা তা বেছে নেওয়া খুব কঠিন। তবে সমস্ত প্যারামিটার বিচার করে মারুতি সুজুকি ও টাটার মতো প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে বাজিমাত করল হুন্ডাই। এ বছর দেশের বাজারে লঞ্চ হওয়া গাড়িগুলির মধ্যে সেরা মডেলের পুরষ্কার লাভ করেছে Hyundai Exter। গাড়িটিকে “ইন্ডিয়ান কার অফ দ্য ইয়ার ২০২৪” অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলির সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ফাইভ সিটার এসইউভিটিকে সেরা হিসেবে নির্বাচন করা হয়েছে।

Hyundai Exter: ইন্ডিয়ান কার অফ দ্য ইয়ার

Hyundai Exter ছাড়া সেরার শিরোপা জেতার দৌড়ে ছিল আরও একাধিক গাড়ি। যেমন – Maruti Suzuki Jimny, Honda Elevate, Toyota Innova Hycross, Citroen C3 Aircross, Mahindra XUV400, Hyundai Verna ও MG Comet। তবে দ্বিতীয় স্থান দখল করেছে Jimny এবং তিন নম্বরে Honda Elevate ও Toyota Innova Hycross-এর মধ্যে টাই হয়েছে।

ইন্ডিয়ান কার অফ দ্য ইয়ার ২০২৪ ছাড়াও আরও কিছু অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে অন্যান্য গাড়ির জনন্য। যেমন BMW 7 Series জিতেছে ‘প্রিমিয়াম কার অফ দ্য ইয়ার ২০২৪’ এবং Hyundai Ioniq 5 পেয়েছে ‘গ্রীন কার অফ দ্য ইয়ার ২০২৪’। অর্থাৎ সম্মানীয় খেতাব জেতার লড়াইতে হুন্ডাইয়ের দুটি গাড়ি সবচেয়ে এগিয়ে।

এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়া-র সিওও তরুণ গর্গ বলেন, “Hyundai Exter 'ইন্ডিয়ান কার অফ দ্য ইয়ার ২০২৪' এবং Hyundai Ioniq 5-এর গ্রীন কার অফ দ্য ইয়ার ২০২৪' সম্মান পেতে দেখে আমরা উচ্ছ্বসিত।” এখন প্রশ্ন, Hyundai Exter কার অফ দ্য ইয়ার কী ভিত্তিতে পেল? কী এমন স্পেসিফিকেশন ও ফিচার্স রয়েছে এতে? চলুন সেটা সৎক্ষেপে দেখে নেওয়া যাক।

হুন্ডাই এক্সটার আদতে একটি সাব-কম্প্যাক্ট এসইউভি যা এ বছর জুলাইয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। গাড়িটির বাজার মূল্য ৬ লাখ থেকে শুরু করে ১০.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮৩ বিএইচপি শক্তি এবং ১১৩.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড এমটি ও এএমটি গিয়ারবক্স সমেত উপলব্ধ।

Hyundai Exter সিএনজি ভ্যারিয়েন্টেও কেনা যায়। যার আউটপুট ৬৯ বিএইচপি এবং ৯৫.২ এনএম। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে উপস্থিত সানরুফ, ক্লাইমেট কন্ট্রোল, ড্যাশবোর্ড ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেন্ট সিস্টেম, ৬০ কানেক্টেড কার ফিচার, একটি সেমি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, প্রভৃতি।

Show Full Article
Next Story