প্রিমিয়াম হ্যাচব্যাকের জগতে আলোড়ন, ফেসলিফ্ট ভার্সনে আসছে নতুন Hyundai i20

হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) সম্প্রতি সাব কম্প্যাক্ট এসইউভি (SUV) সেগমেন্টে নতুন মডেল Exter লঞ্চ করেছে।...
SUMAN 4 Sept 2023 12:09 PM IST

হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) সম্প্রতি সাব কম্প্যাক্ট এসইউভি (SUV) সেগমেন্টে নতুন মডেল Exter লঞ্চ করেছে। তার রেশ না কাটতেই এবারে প্রিমিয়াম হ্যাচব্যাক i20 নতুন সংস্করণে আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার পুজোর ভরা সভায় হাজির করা হবে। যদিও লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। সম্প্রতি গাড়িটির একটি নতুন টিজার প্রকাশ করেছে কোম্পানি। যেখানে এর সামনে নতুন গ্রিল ও হেডল্যাম্পের দেখা মিলেছে। পরিবর্তন বলতে এলইডি ডিআরএল-এর পূর্বের স্থান বদলানো হচ্ছে। নতুন Hyundai i20-তে আর কেমন ফিচার থাকতে পারে চলুন দেখে নেওয়া যাক।

নতুন Hyundai i20-এ কেমন ফিচার থাকছে

আসন্ন 2023 Hyundai i20-র ভারতীয় ভার্সনে ইউরোপের i20 facelift-এর অনুপ্রেরণা থাকতে পারে। সেক্ষেত্রে দুটি মডেলের ডিজাইনে মিল থাকবে। নতুন নকশার অ্যালয় হুইল এবং Z-আকৃতির এলইডি টেলল্যাম্প দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কালার অপশনে যোগ হতে পারে নতুনত্বের ছোঁয়া। এখন গাড়িটি সাতটি রঙের বিকল্পে উপলব্ধ – পোলার হোয়াইট, স্ট্যারি নাইট, টাইটান গ্রে, টাইফুন সিলভার, ফিয়েরি রেড, ব্ল্যাক রুফ সমেত পোলার হোয়াইট এবং ব্ল্যাক রুফ সমেত ফিয়েরি রেড।

নতুন i20-র কেবিনে যৎসামান্য আপগ্রেডে দেওয়া হতে পারে। এবারে সম্পূর্ণ নতুন থিম ও আপহোলস্টেরি'র দেখা মিলতে পারে। এছাড়া যোগ হতে পারে ড্যাশক্যাম, অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। সুরক্ষাজনিত ফিচার হিসাবে ছয়টি স্ট্যান্ডার্ড এয়ারব্যাগের দেখা মিলবে। এছাড়া প্রযুক্তিগত ফিচারের তালিকায় থাকছে অ্যানড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি যুক্ত একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, ওয়্যারলেস ফোন চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং ক্রুজ কন্ট্রোল।

এগিয়ে চলার শক্তি জোগাতে নতুন Hyundai i20-র ইঞ্জিনে কোন পরিবর্তন থাকবে না বলেই আশা করা হচ্ছে। আগের মত একটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন সমেত হাজির হবে গাড়িটি। যা থেকে সর্বোচ্চ ৮৩ বিএইচপি শক্তি এবং ১১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার ১.০ টার্বো পেট্রোল ইঞ্জিনেও উপলব্ধ এটি। যার আউটপুট ১২০ বিএইচপি শক্তি এবং ১৭২ এনএম টর্ক। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল, ৭-স্পিড ডিসিটি অটোমেটিক এবং সিভিটি অটোমেটিক গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যায়।

Show Full Article
Next Story