Maruti, Tata-দের দলে সামিল Hyundai, জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে

বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম যাত্রীগাড়ি সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড বা এইচএমআইএল (HMIL) তাদের সমস্ত মডেলের...
SUMAN 15 Dec 2022 7:09 PM IST

বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম যাত্রীগাড়ি সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড বা এইচএমআইএল (HMIL) তাদের সমস্ত মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল। দেশের বৃহত্তম গাড়ি রপ্তানিকারী সংস্থাটি এই মূল্যবৃদ্ধির জন্য কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেছে। যার কিয়দংশ এবার ক্রেতাদের সাথে ভাগ করে নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে হুন্ডাইয়ের পোর্টফোলিওতে রয়েছে – Grand i10 Nios, i20, i20 N-Line, Aura, Venue, Venue N-Line, Verna, Creta, Alcazar, Tucson ও Kona Electric। নয়া মূল্য নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হওয়ার কথা জানিয়েছে সংস্থা। এদিকে নতুন বছর থেকে ভারতের বেশ কয়েকটি সংস্থা মূল্যবৃদ্ধির পথ বেছে নেওয়ার কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে Maruti Suzuki, Tata, Mercedes-Benz, Audi সহ আরও একাধিক কোম্পানি।

প্রসঙ্গত, গত মাসে হুন্ডাই ভারতে মোট ৪৮,০০৩ টি গাড়ি বিক্রি করতে পেরেছে। ২০২১ সালের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ৩৭, ০০১ ইউনিট। এক্ষেত্রে তাদের বিক্রি বেড়েছে ২৯.৭%। একইসাথে, টাটার চেয়ে ১,৫৭৮ ইউনিট বেশি বিক্রি করে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার তকমা ধরে রেখেছে তারা।

এদিকে ইলেকট্রিক গ্লোবাল মডিউলার প্ল্যাটফর্মের উপর নির্ভর করে তাদের দ্বিতীয় নতুন ইলেকট্রিক গাড়ি Ioniq 5 ভারতে আনতে চলেছে হুন্ডাই। এতে রয়েছে দুই ধরনের ব্যাটারি প্যাক। রিয়ার হুইল ড্রাইভ (RWD) এবং অল হুইল ড্রাইভ(AWD) ভ্যারিয়েন্টে আসবে এই গাড়ি। যা ৫৮ কিলোওয়াট আওয়ার ও ৭২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক বেছে নেওয়া যাবে।

হুন্ডাই আয়োনিক ৫ গাড়িটির মধ্যে থাকা দুই ধরনের ব্যাটারির ক্ষেত্রে মিলবে আলাদা রাইডিং রেঞ্জ। ৫৮ কিলোওয়াট আওয়ারের ছোট ব্যাটারি প্যাকের সাহায্যে সিঙ্গেল চার্জে এটি ৩৮৫ কিমি পথ পাড়ি দিতে পারবে। অন্যদিকে ৭২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত মডেলটির রেঞ্জ ৪৮০ কিমি। এছাড়াও ৩৮০ কিলোওয়াটের ডিসি ফার্স্ট চার্জারে ০-৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র ১৮ মিনিট সময় লাগবে। যদিও এর ভারতীয় সংস্করণে কোন ব্যাটারি প্যাক থাকবে তা এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

Show Full Article
Next Story