Hyundai: শিশুদের জন্য ভারতে নতুন সামাজিক উদ্যোগের সূচনা করল হুন্ডাই

করোনা পরবর্তী সময়ে একটি বৃহৎ সংখ্যক অভিভাবক তাঁদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে সংকোচ করছেন। পাছে তাঁদের সন্তান সংক্রমিত হয়, সেই ভয় কমবেশি সকলের রয়েছে। কিন্তু অনেকেই…

করোনা পরবর্তী সময়ে একটি বৃহৎ সংখ্যক অভিভাবক তাঁদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে সংকোচ করছেন। পাছে তাঁদের সন্তান সংক্রমিত হয়, সেই ভয় কমবেশি সকলের রয়েছে। কিন্তু অনেকেই এই ভীতি নিজে থেকে কাটিয়ে উঠতে পারছেন না। তাই এই সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের স্কুলমুখী করে তুলতে এগিয়ে এলো হুন্ডাই মোটরের ভারতীয় শাখার জনকল্যাণমূলক সংস্থার হুন্ডাই মোটর ইন্ডিয়া ফাউন্ডেশন (HMIF)। সংস্থাটি ‘ব্যাক টু স্কুল’ বা ‘বিদ্যালয়ে ফিরে যাও’ শীর্ষক এক অভিযান শুরুর কথা ঘোষণা করেছে। যার অধীনে পড়ুয়াদের সতর্ক করার পাশাপাশি অভিভাবকদের বোঝাবে এবং স্কুলছুটদের পুনরায় স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করবে। এমনকি এতদিন পর নতুন দৈনন্দিন জীবনের সাথে পড়ুয়াদের খাপ খাইয়ে নিতেও সাহায্য করবে হুন্ডাই।

‘ব্যাক টু স্কুল’ কার্যাবলীর আওতায় একটি নির্দিষ্ট শহরের ১,২৫০টি বিদ্যালয়ের মোট ১.৮০ লক্ষ পড়ুয়াকে স্কুলমুখী করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এমনকি যে সমস্ত শিক্ষার্থী স্কুলে যেতে চাইবে না তাদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকছে। একই সাথে যেসব অভিভাবক তাদের সন্তানকে বিদ্যালয় পাঠাতে ভয় পাচ্ছেন তাঁদের জন্য থাকছে বিভিন্ন পরামর্শ দেওয়ার বন্দোবস্ত। এছাড়া শিক্ষার্থীদের উদ্বেগ অথবা ভ্যাকসিন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে, তা মেটানোর চেষ্টা করবে তারা।

এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (HMIL)-এর প্রধান পুনীত আনন্দ বলেন, “অতিমারি সমগ্র বিশ্বকে বদলে দিয়েছে। সম্ভবত সমস্ত অন্যান্য রোগের সাথে করোনা সহাবস্থান করবে। কঠোর বাস্তবকে মেনে নিয়ে আমাদের বাঁচতে শিখতে হবে। এগিয়ে চলার এটিই একমাত্র উপায়। সমাজের প্রতি দায়বদ্ধ একটি সংস্থা হিসেবে আমরা ‘ব্যাক টু স্কুল’ অভিযানের মাধ্যমে এই পরিস্থিতিতে সাড়া দিয়েছি। আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের জন্য একটি সুরক্ষিত এবং সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করা।

আনন্দ আরও বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে আমরা পড়ুয়া এবং অভিভাবকদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পূর্ণ মাত্রায় সহায়তা করব। আমাদের ব্র্যান্ডের উদ্দেশ্য হল ‘মানবিকতার উত্থান’।” তিনি জানান, ভ্যাকসিন নেওয়া, স্কুলে নিয়মিত স্যানিটাইজেশনে ব্যাপারে সকলকে সচেতন করবে সংস্থাটি। পাশাপাশি উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের সমাজের সুস্বাস্থ্যের খেয়াল রাখার জন্য উৎসাহিত করবে তারা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন