যাত্রী সন্তুষ্টিতে জোর, প্রতিটি গাড়ির সুরক্ষা মজবুত করে ভরসার দাম রাখল Hyundai

সরকারি নির্দেশিকা মেনে এবারে হুন্ডাই (Hyundai) ভারতে তাদের সমস্ত গাড়ির প্রত্যেকটি আসনে থ্রি-পয়েন্ট সিটবেল্ট এবং...
SUMAN 8 May 2023 4:35 PM IST

সরকারি নির্দেশিকা মেনে এবারে হুন্ডাই (Hyundai) ভারতে তাদের সমস্ত গাড়ির প্রত্যেকটি আসনে থ্রি-পয়েন্ট সিটবেল্ট এবং সিটবেল্ট রিমাইন্ডার দিতে চলেছে। ২০২৩-এর অক্টোবর থেকে দেশজুড়ে এই নিয়ম আবশ্যিক হতে চলেছে। তার আগেভাগেই এদেশে নিজেদের গাড়ি ব্যবসার পথ মসৃণ করে রাখতে চাইছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

Hyundai সমস্ত গাড়ি থ্রি-পয়েন্ট সিটবেল্ট ও সিটবেল্ট রিমাইন্ডার সহ হাজির করবে

২০২৩-এর এপ্রিলের শুরুতে হুন্ডাই তাদের Creta, Venue এবং i20-উপরিউক্ত আপডেটগুলি সমেত লঞ্চ করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভারতের বাজারে বিক্রিত সমস্ত গাড়ি এবং এসইউভি-তে ছয়টি এয়ার ব্যাগ এবং থ্রি-পয়েন্ট সিটবেল্ট স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসেবে রাখতে হবে। এদেশে পথ দুর্ঘটনার ফলে গাড়ির চালক এবং যাত্রীদের মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে যাতে না যেতে হয়, সেকারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আবার নতুন নিয়মে সমস্ত গাড়ির ক্র্যাশ টেস্ট রেটিং পরীক্ষা আবশ্যিক করার বার্তাও দেওয়া হয়।

এখন হুন্ডাই ভারতে বিক্রিত তাদের অন্যান্য গাড়িগুলিতেও আরও সেফটি ফিচার দেওয়ার কাজ চালাচ্ছে। বর্তমানে Tucson, Kona Electric, Creta, Alcazar, Ioniq 5 and Verna-তে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসেবে অফার করা হয়। Venue, i10 ও Aura-তে রয়েছে চারটি এয়ারব্যাগ। শুধু এদের টপ-স্পেক ট্রিমে আছে ছয়টি এয়ারব্যাগ।

এবছরই লঞ্চ হচ্ছে Hyundai Exter

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতের বাজারে তাদের নতুন মাইক্রো এসইউভি Exter লঞ্চের জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। সব ঠিকঠাক চললে, এ বছর আগস্টে আত্মপ্রকাশ করবে গাড়িটি। সম্প্রতি, ভারতের রাস্তায় কোনরকম আবরণ ছাড়াই Exter নিজের দর্শন দিয়েছে। এদেশে বিক্রিত Tata Punch, Citroen C3 সহ একাধিক গাড়ির সাথে টক্কর নেবে এটি। ১১,০০০ টাকার বিনিময়ে বুকিং চলছে।

Show Full Article
Next Story