Tata-কে ফের পরাজিত করল Hyundai, শীঘ্রই ভারতে আনছে ইলেকট্রিক গাড়ি

যেন একদম টপ গিয়ারে চলছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা হুন্ডাই (Hyundai)। নিশ্চয়ই ভাবছেন হঠাৎ কেন এমন কথা বলছি আমরা? সম্প্রতি গত নভেম্বর মাসের বিক্রিবাট্টার…

যেন একদম টপ গিয়ারে চলছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা হুন্ডাই (Hyundai)। নিশ্চয়ই ভাবছেন হঠাৎ কেন এমন কথা বলছি আমরা? সম্প্রতি গত নভেম্বর মাসের বিক্রিবাট্টার হিসেব-নিকেশ প্রকাশ করেছে এই সংস্থা। আর তাতেই হুন্ডাইয়ের উন্নতির ছাপ স্পষ্ট। গতমাসে সংস্থার ঝুলিতে আসা নতুন গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ৬৪,০০৪ জন। কিন্তু আগের বছরের নভেম্বরে এই সংখ্যাটি ছিল মাত্র ৪৬,৯১০ জন। অর্থাৎ পরপর দুই বছরের একই সময় নিরিখে তাদের বিক্রি বেড়েছে ৩৬.৪%। একইসাথে, টাটার চেয়ে ১,৫৭৮ ইউনিট বেশি বিক্রি করে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার তকমা ধরে রেখেছে তারা।

এতো গেল সামগ্রিক বিক্রির পরিসংখ্যান। এর পাশাপাশি এদেশের গণ্ডির মধ্যেও ফার্স্ট ক্লাস পারফমেন্স করেছে হুন্ডাই। চলতি বছরের নভেম্বরে দেশীয় বাজারে মোট ৪৮,০০৩ টি গাড়ি বিক্রি করতে পেরেছে তারা। ২০২১ সালের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ৩৭, ০০১টি। এক্ষেত্রেও তাদের বিক্রি বেড়েছে ২৯.৭%।

এর পাশাপাশি বিদেশের মাটিতেও জমিয়ে ব্যবসা করছে হুন্ডাইয়ের ভারতীয় শাখা। গত বছর ও চলতি বছরের নভেম্বরে বিদেশে পাড়ি দেওয়া ব্যক্তিগত গাড়ির সংখ্যা যথাক্রমে ৯,৯০৯ ও ১৬,০০১টি। অর্থাৎ এই দুই বছরের নভেম্বরের নিরিখে তাদের রপ্তানি বেড়েছে ৬১.৫%।

স্বাভাবিকভাবেই এই উন্নতিতে যথেষ্ট খুশি সংস্থার ভারতীয় শাখার অধিকর্তা তরুণ গার্গ। তিনি বলেন, “চলতি বছরে আমাদের গাড়ির চাহিদা ভারতীয় ভূখণ্ডে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কয়েকদিন আগে পেরিয়ে আসা উৎসবের মরশুমে বেশ কয়েক মাস ধরেই দুই সংখ্যায় উন্নতির ধারা বজায় রাখতে পেরেছি আমরা যা পরবর্তী বছরগুলির একই সময় নিরিখে অনেকটাই বেশি”।

এছাড়াও তিনি আরো বলেন,”২০২২ সালে লঞ্চ হওয়া পরপর তিনটি ব্লকবাস্টার এসইউভি গাড়ির পাশাপাশি Creta, Venue, Grand i10 Nios, Verna এবং Aura মডেলগুলির জন্য দেশীয় বাজারে আমরা সর্বোচ্চ উন্নতি অর্জন করতে পেরেছি। আমাদের সংস্থার উপর এই ভালোবাসা ও ভরসা রাখার জন্য সমস্ত গ্রাহকদের অভিনন্দন জানাই”।

অন্যদিকে, হুন্ডাই তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি মডেল Ioniq 5 ভারতীয় বাজারে নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। জানুয়ারি মাস অনুষ্ঠিত অটো এক্সপো-তেই দেখা মিলবে এর। আগামী মাসের ২০ ডিসেম্বর থেকেই গাড়িটির বুকিং চালু করার ঘোষণা করেছে তারা।