Hyundai Inster EV: ফুল চার্জে 355 কিমি মাইলেজ, এই মাসে নতুন ইলেকট্রিক গাড়ি আনছে হুন্ডাই

জনপ্রিয়তা বাড়ছে দেখে ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে ঝাঁপাচ্ছে হুন্ডাই (Hyundai)। একটি ছোট এন্ট্রি-লেভেল ইলেকট্রিক এসইউভি...
SUMAN 12 Jun 2024 12:57 PM IST

জনপ্রিয়তা বাড়ছে দেখে ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে ঝাঁপাচ্ছে হুন্ডাই (Hyundai)। একটি ছোট এন্ট্রি-লেভেল ইলেকট্রিক এসইউভি আনতে চলেছে সংস্থা। যার প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। নাম Hyundai Inster। আগামী ২৭ জুন কোরিয়া’র বুসান ইন্টারন্যাশনাল মোটর শো ২০২৪ ইভেন্টে আত্মপ্রকাশ করবে গাড়িটি। দক্ষিণ কোরিয়ার বাজারে পা রাখতে চলা এই বৈদ্যুতিক গাড়ি আমজনতার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তীতে ইউরোপের বাজারেও হাজির হবে Hyundai Inster।

Hyundai Inster EV-র প্রথম টিজার প্রকাশ হল

অফিসিয়াল টিজারে আপকামিং Hyundai Inster-র ডিজাইন দেখানো হয়েছে। এতে নতুন পিক্সেল লাইটিং সেটআপ দেখা গিয়েছে, যা Ioniq 5 -এও বর্তমান। আকার আকৃতির দিক থেকে Hyundai Casper-এর চাইতে সামান্য বড় এটি । আবার Casper-এর গোলাকৃতি হেডল্যাম্প ক্লাস্টার এবং এলইডি ডিআরএল নেওয়া হয়েছে। হুন্ডাইয়ের এই নতুন ইলেকট্রিক ভেহিকেলটির পেছন দিকে চার্জিং পোর্ট থাকবে।

Hyundai Inster EV
Hyundai Casper

Hyundai Inster-র পাওয়ারট্রেন সম্পর্কিত তথ্য এখনও অজানা থাকলেও, কোম্পানি নিশ্চিত করেছে ফুল চার্জে গাড়িটি ৩৫৫ কিলোমিটার রেঞ্জ দেবে। ভারতের বাজারে গাড়িটি আদৌ লঞ্চ হবে কিনা, সেই সম্পর্কে এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। ভারতে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলের (BEV) পোর্টফোলিও সম্প্রসারণ এর লক্ষ্য নিয়েছে হুন্ডাই। চেন্নাইয়ের কারখানায় ২৬,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল, ‘স্মার্ট ইভি’ প্রকল্পের আওতায় নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নয়া ইলেকট্রিক ভেহিকেল আনবে হুন্ডাই। এজন্য ভারতকে উৎপাদনের তালুক হিসেবে ব্যবহার করবে তারা। ২০২৫ এর প্রারম্ভে এদেশে Creta EV লঞ্চের ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। বাজারে এই গাড়ির সাথে টেক্কা নিতে রয়েছে Maruti Suzuki eVX ও Tata Curvv EV

Show Full Article
Next Story