Hyundai-এর নজিরবিহীন পদক্ষেপ, যাত্রী সুরক্ষায় এবার সব গাড়িতে 6টি এয়ারব্যাগ
ক্রাশ টেস্টে Hyundai Verna- ফাইভ স্টার সেফটি রেটিং জিতে নেওয়ার পরই নজিরবিহীন পদক্ষেপ নিতে চলার কথা ঘোষণা করল হুন্ডাই...ক্রাশ টেস্টে Hyundai Verna- ফাইভ স্টার সেফটি রেটিং জিতে নেওয়ার পরই নজিরবিহীন পদক্ষেপ নিতে চলার কথা ঘোষণা করল হুন্ডাই ইন্ডিয়া (Hyundai India)। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানাল এবারে তাদের সমস্ত গাড়িতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ৬টি করে এয়ারব্যাগ দেওয়া হবে। বলা বাহুল্য যে, গাড়ির এই বৈশিষ্ট্য সর্বাধিক সুরক্ষা আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের মধ্যে তারাই প্রথম মাস মার্কেট কার ম্যানুফ্যাকচারার যারা যাত্রী সুরক্ষায় এহেন কালজয়ী পদক্ষেপ নিতে চলেছে।
Hyundai সমস্ত গাড়িতে ৬টি করে এয়ারব্যাগ দেবে
পূর্বে হুন্ডাই তাদের বেশিরভাগ গাড়িতে ছ’টি এয়ারব্যাগ অফার করলেও বাদের তালিকায় ছিল Grand i10 Nios, Aura এবং Venue। যেগুলি এতদিন চারটি এয়ারব্যাগ সমেত বিক্রি করা হয়ে আসছিল। কেবলমাত্র এদের হায়ার-স্পেক ভ্যারিয়েন্ট ৬টি এয়ারব্যাগ সমেত বেছে নেওয়া যেত। তবে নতুন ঘোষণার পর, সমস্ত গাড়ির সবকটি ভ্যারিয়েন্ট ছয়টি এয়ারব্যাগ সহ উপলব্ধ হবে।
বর্তমানে Grand i10 Nios ও Aura চারটি এয়ারব্যাগ সমেত বাজারে এসেছে। যেখানে এখন i20, i20 N Line ও Exter ছয়টি এয়ারব্যাগ সহ বেছে নেওয়া যায়। আবার Venue ও Venue N Line যথাক্রমে দু'টি ও চারটি এয়ারব্যাগে উপলব্ধ। সংস্থার লাইনআপে থাকা অন্যান্য গাড়িগুলির টপ-ভ্যারিয়েন্ট যেগুলিতে ছয়টি এয়ার ব্যাগ রয়েছে সেগুলি হল – Verna, Alcazar, Creta, Tucson, Ioniq 5 ও Kona EV।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে হুন্ডাই তাদের গাড়ির প্রতিটি ভ্যারিয়েন্টে সকল যাত্রীর জন্য থ্রি-পয়েন্ট সিট বেল্ট সহ সিট বেল্ট রিমাইন্ডার, স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে চালু করেছিল। এছাড়া, ভারতের বাজারে বিক্রিত তাদের ১৩টি মডেলের মধ্যে ১০টিতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল হোল্ড অ্যাসিস্ট কন্ট্রোল স্ট্যান্ডার্ড সেফটি ফিচার হিসেবে অফার করা হয়। এক্ষেত্রে ব্যতিক্রম বলতে Exter, Grand i10 Nios ও Aura।