ক্রেতাদের খুশি বাড়িয়ে সানরুফ এখন আরও সস্তায়, ভারতে লঞ্চ হল Hyundai Venue E+
Hyundai তাদের Venue সাব-কম্প্যাক্ট SUV-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার নাম E+। একে বেস E ও S ট্রিমের মধ্যবর্তী...Hyundai তাদের Venue সাব-কম্প্যাক্ট SUV-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার নাম E+। একে বেস E ও S ট্রিমের মধ্যবর্তী স্থানে রাখা হয়েছে। নয়া এই ভ্যারিয়েন্টের সবচেয়ে বড় হাইলাইট হল, এটি সানরুফ যুক্ত Venue-এর সবচেয়ে সস্তা মডেল। নতুন Hyundai Venue E+ ট্রিমের দাম রাখা হয়েছে 8.23 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
গাড়িটির দাম বেস E ভ্যারিয়েন্টের থেকে 29,000 টাকা বেশি। তবে অতিরিক্ত খরচ করে সানরুফের মতো ট্রেন্ডি ও প্রয়োজনীয় ফিচার পেয়ে যাচ্ছেন ক্রেতারা। এতে 1.2 লিটার কাপ্পা পেট্রল ইঞ্জিন অফার করা হয়েছে। সঙ্গে ফাইভ স্পিড গিয়ারবক্স উপলব্ধ। মেকানিক্যাল দিক থেকে কোনও আপগ্রেড থাকছে না।
আরও পড়ুন : Huawei Mate XT: এক ফোনে পাবেন তিনটি ডিসপ্লে! বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনের দাম জেনে যান
Hyundai Venue-এর নতুন ভ্যারিয়েন্টে বেস মডেলের মতো টিএফটি মাল্টি ইনফরমেশন ডিসপ্লে সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্টেপ রিয়ার সিট ব্যাকরেস্ট রিক্লাইন, ছয়টি এয়ারব্যাগ, ডে এন্ড নাইট IRVM, প্রতিটি সিটের জন্য থ্রি পয়েন্ট সিটবেল্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল-স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, প্রভৃতি আছে।
আরও পড়ুন : মধ্যবিত্তের স্বপ্নপূরণ, 46,000 টাকা সস্তায় লঞ্চ হল Hyundai Exter-এর নয়া সানরুফ ভ্যারিয়েন্ট
গাড়িটির 1.2 লিটার পেট্রল ইঞ্জিন 82 বিএইচপি ও 113.8 এনএম টর্ক উৎপন্ন করবে। এছাড়াও, Venue-এর অন্যান্য ইঞ্জিন অপশনের মধ্য রয়েছে 1.0 লিটার টার্বো পেট্রল ও 1.5 লিটার ডিজেল। উভয় সিক্স স্পিড ম্যানুয়াল অপশনে অফার করা হয়। আবার প্রথমটি ডুয়াল ক্ল্যাচ অটোমেটিক ট্রান্সমিশন অপশনে উপলব্ধ।