Hyundai Venue Facelift: তিন বছর পর এই প্রথম বড় আপডেট, হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট ভারতে লঞ্চ হবে এই দিন
২০১৯-এ জাঁকজমকপূর্ণভাবে বাজার মাতাতে হাজির হয়েছিল সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ি Hyundai Venue। এর তিন বছর বাদে এই...২০১৯-এ জাঁকজমকপূর্ণভাবে বাজার মাতাতে হাজির হয়েছিল সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ি Hyundai Venue। এর তিন বছর বাদে এই প্রথমবার মেকওভার পেতে চলেছে গাড়িটি। আগামী ১৬ জুন ফেসলিফ্ট সংস্করণে বাজারে পা রাখবে 2022 Hyundai Venue। গাড়িটির ছবি প্রকাশ করেছে সংস্থা। যা দেখে এর ডিজাইন সম্পর্কে বেশ খানিকটা আন্দাজ করা গিয়েছে।
2022 Hyundai Venue Facelift-এর অফিশিয়াল ছবিতে বেশ কিছু পরিবর্তন ধরা পড়েছে। সম্প্রতি লঞ্চ হতে চলা নতুন প্রজন্মের Tucson গাড়িটি থেকে অনুপ্রাণিত হয়ে Venue Facelift-এর ডিজাইন করা হয়েছে। যাতে আগাপাশতলা স্পোর্টি ফিল আসবে। সামনে একটি বৃহৎ ডার্ক ক্রোম গ্রিলের দেখা মিলেছে। যার দুপাশে রয়েছে টার্ন ইন্ডিকেটর এবং নীচে এলইডি ডিআরএল সহ বর্গাকৃতি হেডল্যাম্প।
ফেসলিফ্ট ভার্সনের Venue-র পার্শ্ববর্তী ডিজাইনের মধ্যে মাল্টি স্পোক মেশিন কাট অ্যালয় হুইল চমকাচ্ছে। পেছনের অংশে রয়েছে নতুন কানেক্টেড এলইডি টেললাইট। চতুর্দিকে বডি ক্ল্যাডিং এবং সামনে ও পেছনে স্কিড প্লেট উপস্থিত। যদিও গাড়ির ভেতরের অংশের খুঁটিনাটি এখনও রহস্যের চাদরে আবৃত রয়েছে। অন্যদিকে, আগের তুলনায় ফিচারের তালিকায় খুব বেশি হেরফের থাকবে বলে মনে করা হচ্ছে না।
2022 Venue Facelift-এর ইঞ্জিনে কোনো আপডেট দেওয়া হবে না বলেই অনুমান। আগের মতোই ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরিটেড পেট্রোল ইঞ্জিন থেকে ৮২ এইচপি শক্তি, ১.০ লিটার টার্বো পেট্রোল মোটর থেকে ১১৮ এইচপি শক্তি এবং ১.৫ ডিজেল মিল থেকে ৯৮ এইচপি শক্তি উৎপন্ন হবে। ইঞ্জিন অনুযায়ী ৫-স্পিড ম্যানুয়াল, ৬-স্পিড iMT, ৭-স্পিড DCT ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায় গাড়িটি। লঞ্চের পর Kia Sonet, Tata Nexon, Maruti Suzuki Brezza গাড়িগুলোর সাথে টক্কর চলবে Hyundai Venue Facelift-এর।