Hyundai Venue S+: হুন্ডাইয়ের সানরুফ ফিচার যুক্ত গাড়ি এখন 64,000 টাকা সস্তা

দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা Hyundai ইলেকট্রিক সানরুফ সহ নতুন Venue S+ লঞ্চের ঘোষণা করল। সংস্থার জনপ্রিয় এসইউভি, ভেন্যুর...
techgup 16 Aug 2024 6:30 PM IST

দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা Hyundai ইলেকট্রিক সানরুফ সহ নতুন Venue S+ লঞ্চের ঘোষণা করল। সংস্থার জনপ্রিয় এসইউভি, ভেন্যুর এই নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইলেকট্রিক সানরুফ যুক্ত Venue S(O)+ ভ্যারিয়েন্টের তুলনায় ৬৪,০০০ টাকা সস্তা এটি। বর্তমানে সানরুফ ফিচার আছে এমন গাড়ির চাহিদা বাড়ছে। তাই ক্রেতাদের সাধ্যের মধ্যে দাম থাকবে এমন চার চাকা নিয়ে হাজির হয়েছে হুন্ডাই।

নতুন Hyundai Venue S+ ভ্যারিয়েন্ট ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অপশনে উপলব্ধ। এতে ১.২ লিটার কাপ্পা পেট্রল ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৮৩ পিএস পাওয়ার ও ১১৪ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে টিএফটি কালার মাল্টি ইনফো ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, রিয়ার এয়ার কন্ডিশানিং ভেন্ট।

এছাড়াও, বিনোদনের জন্য ক্রেতারা পাবেন ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। Hyundai Venue S+ ভ্যারিয়েন্টে সেফটির দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে। এতে ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, ইলেকট্রিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল-স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, অটো হেডলাইট ফিচার বর্তমান।

একটা সময় বিক্রির নিরিখে প্রথম দশটি গাড়ির মধ্যে থাকলেও, সাম্প্রতিক সময়ে ভেন্যুর চাহিদা কমতে দেখা গিয়েছে। তাই গাড়িটি নতুন অবতারে আনতে চলেছে হুন্ডাই। আপডেটেড Hyundai Venue ভারতে আগামী বছরের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। মনে করা হচ্ছে, এক্সটেরিয়রের পাশাপাশি ইন্টেরিয়রে ব্যাপক পরিবর্তন থাকবে বলে ।

Show Full Article
Next Story