Hyundai Verna GNCAP: যাত্রী সুরক্ষায় 5 স্টার সেফটি রেটিং পেয়ে চমক হুন্ডাই ভার্না-র

একটা সময় মানুষ গাড়ির ডিজাইন ও ফিচারের ওপরই বেশি জোর দিত। কিন্তু সময় বদলেছে। হালফিলে ক্রেতারা স্টাইল ও ফিচার ছাড়াও সুরক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে।…

একটা সময় মানুষ গাড়ির ডিজাইন ও ফিচারের ওপরই বেশি জোর দিত। কিন্তু সময় বদলেছে। হালফিলে ক্রেতারা স্টাইল ও ফিচার ছাড়াও সুরক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। যে কারণে ফাইভ বা ফোর স্টার সেফটি রেটিং প্রাপ্ত প্যাসেঞ্জার ভেহিকেলগুলির কদর দিনদিন বাড়তে দেখা যাচ্ছে। তাই যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে কোম্পানিগুলিও নিজেদের গাড়ি যাতে শক্তপোক্ত হয়, সেদিকে বিশেষভাবে নজর দিচ্ছে। Hyundai Verna সেডান গাড়িটি এবার গ্লোবাল এনক্যাপ (Global NCAP) থেকে ৫-স্টার রেটিং জিতে নিল। বস্তুত এটাই ভারতে তৈরি হুন্ডাইয়ের প্রথম গাড়ি, যা ক্র্যাশ টেস্টে এত ভাল ফল করল।

Hyundai Verna ক্র্যাশ টেস্টে চমৎকার ফলাফল দেখাল

2023 Hyundai Verna এ বছর মার্চে ভারতে হাজির হয়েছিল। বর্তমানে ভারতে উপলব্ধ সুরক্ষিততম সেডান গাড়িগুলির মধ্যে এটি একটি। ভারত এনক্যাপ কার্যকর হতে চলার মুহূর্তে গাড়িটির এই সাফল্য অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই সাফল্যের কৃতিত্ব পেয়েছে Verna-তে উপস্থিত একাধিক সেফটি ফিচার্স। যেমন – ৬টি এয়ারব্যাগ, ইএসসি, প্রত্যেক যাত্রীর জন্য সিট বেল্ট রিমাইন্ডার ইত্যাদি।

গ্লোবাল এনক্যাপের ক্র্যাশ টেস্টে হুন্ডাই ভার্না প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৩৪-এর মধ্যে ২৮.১৮ পয়েন্ট পেয়েছে। যদিও টেস্ট রিপোর্ট থেকে জানা গিয়েছে, গাড়িটির বডি শেলের অবস্থা ছিল শোচনীয়। সেটি পুনরায় ভারোত্তলনের জন্য সক্ষমতা হারিয়েছিল। তবে সামনে থেকে আসা অভিঘাত সহ্য করে গাড়িটি চালক ও যাত্রীদের মাথা ও ঘাড়ের বিশেষ খেয়াল রেখেছে। আবার পাশ থেকে আসা অভিঘাতেও যাত্রীদের মাথা, কোমর, পেট এবং বুকের সুরক্ষা দিয়ে গিয়েছে। এক্ষেত্রে পাশের এয়ারব্যাগগুলি বিশেষ ভূমিকা পালন করেছে।

সামনে থেকে আসা অভিঘাত সহ্য করে গাড়িটি ১৮ মাস থেকে ৩ বছরের শিশু যাত্রীদের অক্ষত রাখতে কার্যকারিতা দেখিয়েছে। ভারতে Hyundai Verna-এর বর্তমান বাজারমূল্য ১০.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম), এবং এর টপ-এন্ড মডেলটি কিনতে খরচ পড়ে ১৭.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দেশের বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Skoda Slavia ও Volkswagen Virtus।