এখনও মাইলেজে সেরা ডিজেল গাড়ি, লিটার প্রতি 25 কিমি চলতে পারে এই 5 মডেল
এক সময় এদেশে জ্বালানি সাশ্রয়ী গাড়িগুলির মধ্যে সিংহভাগ চলত ডিজেলে। তবে সময় পাল্টেছে, বদলেছে পরিস্থিতিও। গাড়ি থেকে সৃষ্ট...এক সময় এদেশে জ্বালানি সাশ্রয়ী গাড়িগুলির মধ্যে সিংহভাগ চলত ডিজেলে। তবে সময় পাল্টেছে, বদলেছে পরিস্থিতিও। গাড়ি থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে ২০২০-এর এপ্রিলে কঠোরভাবে লাগু হয় ভারত স্টেজ-৬ বা বিএস-৬ (BS6 নীতি)। বদলে যায় কার্বুরেটর ইঞ্জিনের ফর্মুলা। মরার উপর খাঁড়ার ঘা-এর মত যোগ হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশিকা। তাতে বলা হয়েছে যে, ডিজেলচালিত গাড়িগুলির রেজিস্ট্রেশনের বৈধতা ১০ বছর পর্যন্ত থাকবে। কড়া নিয়মকানুনের ফলে বেশিরভাগ সংস্থা ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি বিক্রি বন্ধ রেখেছে। তবে মানুষের ঝোঁক কমলেও ভারতের মতো উন্নয়নশীল দেশে এখনও ডিজেল গাড়ির যথেষ্ট কদর দেখা যায়। আজকের দিনে দাঁড়িয়ে তাদের মধ্যে পাঁচটি গাড়ির কথা তুলে ধরা হল, যাদের মাইলেজের জন্য সুনাম সর্বজনবিদিত।
Hyundai Verna MT
Hyundai Verna MT ডিজেল ভ্যারিয়েন্ট ফাইভ ও সিক্স স্পিড গিয়ারবক্স-সহ ১.৫ লিটার ইঞ্জিনের সাথে উপলব্ধ। ম্যানুয়াল ভার্সনেই লিটার প্রতি ২৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তবে অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত মডেলের জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা কিছুটা কম। এক লিটার ডিজেল খরচ করে ২৫ কিলোমিটার চলতে সক্ষম।
Hyundai i20 MT
আগের মডেলটির মত Hyundai i20 MT ১.৫ লিটারের একই ডিজেল ইঞ্জিন পেয়েছে। তবে এতে শুধুমাত্র ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। হ্যাচব্যাক হিসাবে চেহারায় খানিকটা ছোট ও ওজন কিছুটা কম হওয়ায় এই মডেলটিতে অবশ্যই বেশি মাইলেজ আশা করা যায়। কিন্তু এরোডাইনামিক্সের জন্য এক লিটার ডিজেলে সর্বোচ্চ ২৫ কিলোমিটার দৌড়তে পারে Hyundai i20।
Honda Amaze
সর্বাধিক জ্বালানি সাশ্রয়কারী গাড়ির লিস্টে বরাবরই জায়গা করে নিয়েছে Honda Amaze। তার জন্য হোন্ডার ১.৫ লিটারের iDtec ডিজেল ইঞ্জিনের কৃতিত্ব প্রাপ্য। ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট লিটার প্রতি ২৪.৭ কিলোমিটার মাইলেজ দেয়। তবে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলের মাইলেজ খানিকটা কম।
Honda City
আগের মডেলটির মত City-তেও হোন্ডা ১.৫ লিটারের একই iDtec ডিজেল ইঞ্জিন দিয়েছে। শুধু ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম থাকায় গাড়িটি লিটার প্রতি ডিজেলে ২৪.১ কিমি পাড়ি দিতে সক্ষম। প্রসঙ্গত হোন্ডা City কিন্তু Amaze এর থেকে বেশ বড় এবং ভারী গাড়ি। তা সত্ত্বেও এই মডেলটির ফুয়েল ইকোনমি Amaze-এর প্রায় সমতুল্য।
Kia Sonnet
হুন্ডাইয়ের সহোদর কিয়া তাদের অন্যতম জনপ্রিয় মডেল Sonnet এর ডিজেল সংস্করণে ১.৫ লিটার CRDi ইঞ্জিনের ব্যবহার করেছে। এই ইঞ্জিনে ৬ স্পিড যুক্ত ম্যানুয়াল ও অটোমেটিক দুই ধরনের ট্রান্সমিশন সিস্টেমই উপলব্ধ। এর ম্যানুয়াল সংস্করণে ২৪.১ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়।