Triumph Daytona: জমকালো লুকে হাজির নতুন ট্রায়াম্প ডেটোনা, এবার কাঁপবে বাজার
'ডেটোনা' নামের পুনর্জন্ম ঘটিয়ে সম্প্রতি চমকে দিয়েছে ট্রায়াম্ফ (Triumph)। ভারতে নতুন প্রজন্মের Daytona 660 এই বছরের...'ডেটোনা' নামের পুনর্জন্ম ঘটিয়ে সম্প্রতি চমকে দিয়েছে ট্রায়াম্ফ (Triumph)। ভারতে নতুন প্রজন্মের Daytona 660 এই বছরের মধ্যেই পা রাখবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তার আগে ইউরোপে লঞ্চ হয়ে গেল এই সুপারস্পোর্টস বাইক। সেখানে ১০,০৪৫ ইউরো দাম রাখা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮. ৯৮ লাখ টাকা। Triumph Daytona 660 ভারতে এলে যথেষ্ট সাড়া ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের। চলুন বাইকটির খুঁটিনাটি জেনে নেওযা যাক।
Triumph Daytona 660: ডিজাইন
শুরুতেই জানিয়ে রাখা ভালো যে Triumph Daytona 660 তার পূর্বতন ৬৭৫ সিসির সংস্করণটির তুলনায় অনেকটাই নতুন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় বিভিন্ন আপডেট এসেছে এতে। সামনের দিকে রয়েছে একজোড়া স্প্লিট এলইডি হেডলাইট। মাসকিউলার ফুয়েল ট্যাংকের ধার বরাবর শার্প লাইন নজরে আসে। এই সমস্ত ডিজাইন এলিমেন্ট আদতে সামনের দিক থেকে আসা বাতাসের প্রবাহকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। তিনটি কালার অপশনে মিলবে এটি - স্নোডোনিয়া হোয়াইট, সাটিন গ্রানাইট এবং কার্নিভাল রেড।
Triumph Daytona 660: ফিচার্স, হার্ডওয়্যার
রাইডারকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পরিবেশন করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে টিএফটি কালার ডিসপ্লে। সাথে স্মার্টফোনের কানেক্টিভিটি সহযোগে টার্ন-বাই-টার্ন নেভিকেশন, ফোন কল এবং মিউজিক ফাংশন ব্যবহার করা যাবে। উপরন্তু স্পোর্টস রোড এবং রেইন নামে তিনটি মোড উপলব্ধ। টিউবুলার স্টিল ফ্রেমে নির্মিত Triumph Daytona 660-তে সাসপেনশনের দায়িত্ব সামলাতে Showa ইউএসডি ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকের জন্য ৩১০ মিমি টুইন ফ্রন্ট ডিস্ক ও ২২০ মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক থাকছে।
Triumph Daytona 660: ইঞ্জিন স্পেসিফিকেশন
৬৬০ সিসির ইনলাইন থ্রি-সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন Triumph Daytona 660 সুপারস্পোর্টে ব্যবহার হয়েছে। যা সর্বোচ্চ ৯৩ বিএইচপি ক্ষমতা এবং ৬৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে যোগ্য সঙ্গত করছে ৬ স্পিড গিয়ার বক্স এবং মাল্টিপ্লেট স্লিপার ক্লাচ। ভারতে এটি মার্চ বা এপ্রিলের মধ্যে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।