জার্মানিকে টপকে গেল ভারত, BMW এর বাইক বিক্রির নিরিখে এখন বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশ
গাড়ির বাজারে ভারতের প্রতিটি সম্ভাবনাময় পদক্ষেপ নতুন দিশা দেখাচ্ছে সংস্থাগুলিকে। গাড়ির পাশাপাশি সুনাম অর্জনের দৌড়ে...গাড়ির বাজারে ভারতের প্রতিটি সম্ভাবনাময় পদক্ষেপ নতুন দিশা দেখাচ্ছে সংস্থাগুলিকে। গাড়ির পাশাপাশি সুনাম অর্জনের দৌড়ে সামিল টু-হুইলারের মার্কেটও। স্বভাবতই ব্যবসায় মুনাফা বাড়াতে এদেশের বাজারের দিকে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করছে বহু খ্যাতমান বিদেশি সংস্থা। নিত্যনতুন মডেলের বাইক ও স্কুটার নিয়ে আসতে কুন্ঠা করছে না তারা। যার মধ্যে অন্যতম জার্মানের কিংবদন্তি টু-হুইলার ব্র্যান্ড বিএমডাব্লিউ মোটোরাড (BMW Motorrad)। ইদানিং ভারতের বাজারকে বিশেষ গুরুত্বের চোখে দেখতে শুরু করেছে তারা। যার কারণ গত বছরে টু-হুইলারের ব্যবসায় অপ্রত্যাশিত ঊর্ধ্বগতি। আবার ২০২২-এর প্রথমার্ধ বড় চমক দেখিয়েছে তাদের।
এ বছরের প্রথমার্ধ শেষ হতেই নতুন ঘোষণা এলো বিএমডব্লিউ-র তরফে। মোটরসাইকেল বিক্রির নিরিখে জার্মানিকে টপকে এখন দ্রুততম বৃদ্ধির দেশে পরিণত হয়েছে। আবার বিশ্বে পাঁচ বৃহত্তম বাজারের মধ্যে ভারত অন্যতম বলে বিএমডব্লিউ-র এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। গত বছর বিশ্বব্যাপী ব্যবসায় তাদের ১৪.৮% উত্থান ঘটেছিল। আবার ভারতে নিজেদের ইতিহাসের এক বছরের বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে গত বছর মোট ৫,১৯১টি মোটরবাইক বিক্রি করেছিল তারা। ফলে ২০২০-র তুলনায় ২০২১-এ ব্যবসায় ১০২.৫% আধিক্য ঘটেছিল।
ব্যবসায় এই বাড়বাড়ন্তের জন্য কৃতিত্ব কুড়িয়েছে TVS মোটর কোম্পানির সাথে যৌথভাবে তৈরি সংস্থার দুই বাইক BMW G 310 R ও BMW G 310 GS। মোট বিক্রির ৯০% এদের থেকে আসা। প্রসঙ্গত, গতকাল ভারতের বাজারে G 310 RR বলে তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক লঞ্চ করেছে বিএমডব্লিউ। TVS Apache RR 310-এর ছাঁচে তৈরি হওয়ায় বাইক দুটির মধ্যে সাদৃশ্যের তালিকাটি দীর্ঘ।
BMW G 310 RR একটি ৩১২.২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচিলিত। যা থেকে ৩৪ পিএস শক্তি ও ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। এই আউটপুট স্পোর্ট এবং ট্র্যাক মোডে মিলবে। অন্যদিকে রেন এবং আরবান মোডে ২৫.৮ পিএস শক্তি ও ২৫ এনএম টর্ক পাওয়া যাবে। এই একই ইঞ্জিন TVS Apache RR 310-এও উপস্থিত। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-গতির গিয়ার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। BMW G 310 RR-এর দাম ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার BMW G 310 RR Style Sport ভ্যারিয়েন্টটির মূল্য ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।