ভারতে তৈরি Bajaj Dominar 400 ও Dominar 250 লঞ্চ হয়ে গেল এশিয়ার আরও একটি দেশে
ভারতের অন্যতম সেরা স্পোর্টস ক্রুজার বাইক Dominar 400 এবং Dominar 250 পাড়ি দিল সুদূর মালয়েশিয়ায়। সে দেশের অটোশো...ভারতের অন্যতম সেরা স্পোর্টস ক্রুজার বাইক Dominar 400 এবং Dominar 250 পাড়ি দিল সুদূর মালয়েশিয়ায়। সে দেশের অটোশো ইভেন্টে বাজাজ অটো (Bajaj Auto) ভারতে তৈরি বাইক দুটি মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে। সেখানে আলাদা ব্র্যান্ডের নামে বিক্রি করা হবে এগুলি - Modenas Dominar 400 এবং Modenas Dominar 250। এই Modenas মালয়েশিয়ায় বাজাজ অটোর পার্টনার হিসেবে কাজ করছে বেশ কিছু বছর ধরেই।
Bajaj Dominar 400, Dominar 200 মালয়েশিয়াতে লঞ্চ হল
দুই সংস্থার মধ্য সহাবস্থান যে কেবলমাত্র বাজারের বাইক মালয়েশিয়ার বিক্রি করার জন্যই হয়েছে তা নয়, বরং এর পাশাপাশি প্রযুক্তিগত তথ্যও আদান প্রদান হয়। এর ফলে দুজনেই সমানভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। বাজাজ ডমিনার ৪০০ এবং ডমিনার ২৫০ বাইক দুটি মালয়েশিয়ায় রপ্তানি করবে আলাদা আলাদা যন্ত্রাংশ হিসেবে। অর্থাৎ ভারতে থাকা বাজাজের উৎপাদন ক্ষেত্র থেকে এই বাইক দুটির যন্ত্রাংশ সমূহ সরাসরি চলে যাবে মালয়েশিয়ায় Modenas এর কাছে। আর সেখানেই অ্যাসেম্বেল করেই বিক্রি করা হবে গোটা বাইকটি।
Bajaj Dominar 400, Dominar 200 স্পেসিফিকেশন, ফিচার্স
নামের পরিবর্তন সামান্য হলেও ভারতে বিক্রি হওয়া ডমিনার ৪০০ এবং ডমিনার ২৫০ বাইক দুটিই হুবহু একই স্পেসিফিকেশন ও ফিচার নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে উপলব্ধ হলে। ভারতীয় মডেলের মতো Modenas Dominar 400 ঠিক একই ভাবে উঁচু ভাইজার, পিলিয়ন ব্যাকরেস্ট, হান্ডগার্ড, ইউএসবি চার্জিং পোর্ট এবং লাগেজ ক্যারিয়ারের মতো ফ্যাক্টরি ফিটেজ অ্যাক্সেসরিজ সহ পাওয়া যাবে। ইঞ্জিনের সঙ্গে থাকবে ব্যাসপ্লেট এবং একটি আলাদা ধাতব স্কিড প্লেট। তাছাড়াও এই বাইক দুটির সঙ্গে নতুন লেগ গার্ড এবং স্যাডেল স্টে ব্যবহার করা হয়েছে।
ইঞ্জিন
বাজাজ ডমিনার ৪০০ বাইকটির ক্ষেত্রে চালিকাশক্তি যোগাবে ৩৭৩.৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা ৮৬৫০ আরপিএম গতিতে ৩৯ বিএইচপি এবং ৭০০০ আরপিএম গতিতে ৩৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অন্যদিকে, ডমিনার ২৫০ বাইকটির অলিন্দে ২৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএম গতিতে ২৭ বিএইচপি এবং ৬৫০০ আরপিএম গতিতে ২৩.৫ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। দুটি বাইকের মধ্যেই স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস থাকবে। এছাড়াও বাকি হার্ডওয়ারগুলি সবকিছুই অপরিবর্তিত।
মালয়েশিয়াতে Bajaj Dominar 400, Dominar 200 এর দাম ও কালার অপশন
কালার অপশনের কথা বলতে গেলে Modenas Dominar 400 মডেলটি সাভানা গ্রীন এবং চারকোল ব্ল্যাক এলং ডমিনার ২৫০ রেড এবং ব্ল্যাক কালারে মিলবে। ডমিনার ৪০০ বাইটির মূল্য সে দেশের বাজারে ১৫,৭৯৭ রিঙ্গিত, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৯০ লাখ টাকা। তবে সে তুলনায় খানিকটা কম দামে মিলবে ডমিনার ২৫০। মূল্য ১৩,৭৯৭ রিঙ্গিত. টাকার অঙ্কে যা ২.৫৩ লাখ ।