মধ্যবিত্তের হাতে সস্তা EV তুলে দেওয়ার লক্ষ্যে সফল Tata, এই বৈদ্যুতিক গাড়ি কিনতে বিপুল আগ্রহ
এ বছর সেপ্টেম্বরে টাটা মোটরস (Tata Motors) আলোড়ন ফেলে হাজির করেছিল দেশের এখনও পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির...এ বছর সেপ্টেম্বরে টাটা মোটরস (Tata Motors) আলোড়ন ফেলে হাজির করেছিল দেশের এখনও পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির গাড়ি Tiago EV। এই হ্যাচব্যাক মডেলটির দাম ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এরই মধ্যে গাড়িটি ২০,০০০ বুকিং পার করেছে বলে জানালো টাটা। এই বুকিং সংখ্যার মধ্যে ২৫% ক্রেতা জীবনের প্রথম গাড়ি হিসেবে এটি বেছে নিয়েছেন।
Tata Tiago EV বুকিং
বর্তমানে এদেশে ১৭০টির বেশি শহর থেকে কেনা যাচ্ছে গাড়িটি। সেপ্টেম্বর থেকেই এর বুকিং গ্রহণ শুরু করে টাটা। প্রথম ১০,০০০ ক্রেতার জন্য গাড়িটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছিল। যদিও পরবর্তীতে তা বাড়িয়ে ২০,০০০ ক্রেতার জন্য কার্যকর করে সংস্থা।
Tata Tiago EV ব্যাটারি, রেঞ্জ ও চার্জিংয়ের সময়
টাটা টিয়াগো ইভি-তে আছে দুটি আলাদা ব্যাটারি প্যাক অপশন। এদের মধ্যে একটি হল ২৪ কিলোওয়াট আওয়ার, যা ফুল চার্জে ৩১৫ কিমি পথ চলতে সাহায্য করবে। আর অন্যটি হল এর ছোট সংস্করণ ১৯.২ কিলোওয়াট আওয়ার। যা ২৫০ কিমি রেঞ্জ অফার করবে।
টাটা টিয়াগো ইভি চার ধরনের চার্জিং অপশনের সঙ্গে এসেছে। এগুলি হল বাড়িতে চার্জ দেওয়ার জন্য ১৫ অ্যাম্পিয়ারের সকেট, ৩.৩ কিলোওয়াটের এসি চার্জার, ৭.২ কিলোওয়াটের এসি হোম চার্জার এবং ডিসি ফাস্ট চার্জার। ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জারে ব্যাটারিটি ৫৭ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।
Tata Tiago EV দাম ও প্রতিপক্ষ
এখনও পর্যন্ত Tiago EV দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর মূল্য ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং প্রিমিয়াম মডেলটির দাম ১১.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদেশে টাটা টিয়াগো ইভি-র সরাসরি তেমন কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে। জানুয়ারি থেকে গাড়িটির ডেলিভারি শুরু হবে।