Tata-তেই অটুট ভরসা, ভারতীয় বায়ুসেনা এক ডজন Nexon EV ইলেকট্রিক গাড়ি কিনল
দেশজুড়ে চলা ইলেকট্রিক গাড়ির বিপ্লবে এবার শামিল ভারতীয় বায়ু সেনা। এই কয়েক দশকের শেষে জ্বালানি তেল চালিত যানবাহনের...দেশজুড়ে চলা ইলেকট্রিক গাড়ির বিপ্লবে এবার শামিল ভারতীয় বায়ু সেনা। এই কয়েক দশকের শেষে জ্বালানি তেল চালিত যানবাহনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির প্রণয়নের পথেই হাঁটছে মোদি সরকার। সরকারি বিভিন্ন দপ্তরে এই জাতীয় বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের চল বাড়ছে। এবার তারই পুনরাবৃত্তি করল ভারতীয় বায়ুসেনা। এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টাটা নেক্সন ইভি (Tata Nexon) কেই বেছে নিল তারা। বর্তমানে দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশই হল টাটা নেক্সন ইভির মালিক।
ভারতীয় বায়ু সেনা ধাপে ধাপে তাদের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত গাড়ির বৈদ্যুতিকরণ করবে বলে জানিয়েছে। তাই প্রথম দফায় যুক্ত হল ১২টি নেক্সন। নিউ দিল্লির সদর দপ্তরে ব্যবহৃত হবে এগুলি। ভারত সরকারের গ্রীন মোবিলিটি উদ্যোগে যোগদান করার জন্যই তাদের এই পদক্ষেপ। তবে শুধু বায়ুসেনাই নয় গত অক্টোবর মাসে ভারতীয় সেনাবাহিনীও তাদের ব্যবহৃত গাড়িগুলির পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি আনার পক্ষে সওয়াল করে।
গত মঙ্গলবার গাড়ির পথ চলার অনুষ্ঠানের সূচনা করেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। এই প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ভারতীয় বায়ুসেনা তাদের ব্যবহারের অযোগ্য সমস্ত গাড়িগুলির পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি আনার জন্য পরিকল্পনা করছে। এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির জন্য পর্যাপ্ত ইকোসিস্টেম এবং চার্জিং পরিকাঠামো গড়ে তোলার ব্যাপারেও ভাবনা চিন্তা করছে তারা।"
স্বাভাবিকভাবেই আগামী দিনে অতি শীঘ্রই বায়ু সেনার বিভিন্ন বেস গুলিতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামো গড়ে তোলা হবে। আপাতত এই ১২টি গাড়ি দিল্লি ও রাজধানীর চারপাশের অঞ্চলে চালিয়ে তার পারফরম্যান্স যাচাই করা হবে। বলা বাহুল্য যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এই জাতীয় পদক্ষেপ ভবিষ্যতের গ্রীন মবিলিটির ক্ষেত্রে তাদের সদর্থক ভাবনাচিন্তার পরিচয় বহন করে। আগামী দিনেও সেনাবাহিনীর বিভিন্ন কাজে ইলেকট্রিক গাড়ি, বাইক ও বৈদ্যুতিক বাসের ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, টাটা নেক্সন ইভিতে রয়েছে ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে এটি ৩১২ কিমি রাস্তা পাড়ি দিতে সক্ষম। তাছাড়াও নেক্সনের অলিন্দে থাকা বৈদ্যুতিক মোটরটি সর্বোচ্চ ১২৯ পিএস শক্তি এবং ২৪৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। যদিও মডেলটির ম্যাক্স সংস্করণে ব্যবহৃত মোটর থেকে ১৪১ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক জেনারেট হয়। ম্যাক্স সংস্করণের ক্ষেত্রে ৪০.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৪৩৭ কিমি পর্যন্ত একবার চার্জে চলতে সক্ষম।নেক্সন ইভি-র এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ১৪.৯৯ লাখ টাকা থেকে। এর টপ মডেলটির এক্স শোরুম মূল্য ২০.০৪ লাখ টাকা।