বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য ভারতে ১০,০০০ চার্জিং স্টেশন তৈরি করবে EVRE ও Park+

পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ি চালানোর ক্ষেত্রে মূল সমস্যা চার্জিং স্টেশন। মাঝরাস্তায় চার্জ ফুরিয়ে গেলে বাড়ি ফেরার...
SHUVRO 24 Sept 2021 1:06 PM IST

পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ি চালানোর ক্ষেত্রে মূল সমস্যা চার্জিং স্টেশন। মাঝরাস্তায় চার্জ ফুরিয়ে গেলে বাড়ি ফেরার দুশ্চিন্তা থেকেই এখনও বৈদ্যুতিক গাড়ি কিনতে দ্বিধাবোধ করেন অনেকেই। ভারতে পেট্রোল পাম্পের মতো চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়ে উঠলে তবেই বৈদ্যুতিক গাড়িতে উত্তোরণের পথ সহজ হবে। আর সেই লক্ষ্যেই এবার জোট বাঁধার কথা ঘোষণা করেছে ইভিআরই (EVRE) এবং পার্ক+ (Park+)৷

ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াইপিং পরিকাঠামো প্রস্তুতকারী সংস্থা, ইভিআরভি এবং স্মার্ট পাকিং সলিউশনস ব্র্যান্ড, পার্ক+ জানিয়েছে, তারা যৌথ ভাবে আগামী দু'বছরের মধ্যে দেশজুড়ে ১০,০০০ ইভি চার্জিং স্টেশন তৈরি করবে৷ চার্জিং স্টেশনগুলির ডিজাইন, উৎপাদন, ইন্সটলেশন, পরিচালনা, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ইভিআরভি৷

অন্য দিকে, স্মার্ট চার্জিং ও পার্কিং হাবগুলির রিয়েল এস্টেটের বিষয়গুলি দেখবে পার্ক+৷ উল্লেখ্য, সংস্থাটির বর্তমানে ১০০০-এর বেশি অ্যাপার্টমেন্ট, ২৫৬-এর অধিক কর্পোরেট অফিস এবং ৩০-এর বেশি মলে পার্কিং হাব রয়েছে৷ যৌথ উদ্যোগে বানানো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনগুলি শপিং কমপ্লেক্স, রেসিডেন্সিয়াল টাউনশিপ, মল, হোটেল, এবং কর্পোরেট টেক পার্কের মতো জনাসমগমপূর্ণ জায়গায় স্থাপন করা হবে৷

প্রস্তাবিত ১০,০০০ ইভি চার্জিং স্টেশনে মধ্যে ৩০০টি এ বছরের শেষে দিল্লি-এনসিআর, ১০০টি বেঙ্গালুরুতে, এবং ১০০টি মুম্বাই ও পুনেতে স্থাপিত হবে৷ দু'বছরের মেয়াদে ধাপে ধাপে বাকি চার্জিং স্টেশনগুলি তৈরি করা হবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story