পেট্রল ট্যাঙ্ক পরিস্কারের জন্য রোবট ব্যবহার করবে Indian Oil, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংস্থার সঙ্গে চুক্তি

তেল শোধনাগর পরিদর্শন এবং অভ্যন্তরীন ট্যাঙ্ক পরিস্কারের জন্য রোবট ব্যবহার করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওএল (IOL)। এই...
techgup 20 Jun 2022 10:58 AM IST

তেল শোধনাগর পরিদর্শন এবং অভ্যন্তরীন ট্যাঙ্ক পরিস্কারের জন্য রোবট ব্যবহার করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওএল (IOL)। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি হাত মিলিয়েছে জেনরোবোটিক্স (Genrobotics)-এর সাথে। ইন্ডিয়ান ওয়েল এবং জেনরোবোটিক্স যৌথ ভাবে রোবট বিকাশ করবে। তেল শোধনাগারের আশেপাশে যাতে সাধারণ মানুষ ঢুকতে না পারে‌।

পেট্রলের ট্যাঙ্ক পরিস্কার এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং অনিরাপদ কাজ। মানুষ দিয়ে কাজ করালে প্রাণহানির সম্ভাবনাও থেকে যায়। তাই সমস্যা সমাধানে রোবোটিক টুলস ব্যবহারের পরিকল্পনা মাথায় আসে ইন্ডিয়াল ওয়েল-এর। এ কাজে তারা পাশে পাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্টার্টআপ জেনরোবোটিক্স-কে।

প্রসঙ্গত, ভারতে সবচেয়ে বড় তৈল শোধনাগার পরিচালনা করে ইন্ডিয়ান ওয়েল। দেশের ২৩টি অয়েল রিফাইনারির মধ্যে ১১টি তাদের৷ তাদের নতুন সঙ্গী, জেনরোবোটিক্স-এর লক্ষ্য, চরম এবং অনিরাপদ পরিবেশে কাজ করা মানুষজনের জন্য রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উন্নয়ন‌।

সংস্থাটির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভিমল গোবিন্দ বলেন, দেশে পেট্রলিয়াম অন্যতম বড় শিল্প‌। আমরা মনে করি যে, আমাদের রোবোটিক্স সলিউশন শুধু বেশি সুরক্ষা নয়, এই শিল্পের প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে তুলবে। বর্তমানে জেনরোবোটিক্স-এর প্রধান পণ্যের নাম Bandicoot। এটি এক ধরনের রোবট যা ম্যানহোল, এবং যে কোনও ধরনের নিকাশিনালা পরিস্কার করতে পারদর্শী‌।

Show Full Article
Next Story