আগামী সপ্তাহে লঞ্চ, iVOOMi Energy তার আগেই নতুন হাই স্পিড বৈদ্যুতিক স্কুটারের ঝলক দেখাল

উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপগুলি নিত্য নতুন মডেল নিয়ে আসছে। যতদিন যাচ্ছে...
SUMAN 17 Aug 2022 11:25 PM IST

উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপগুলি নিত্য নতুন মডেল নিয়ে আসছে। যতদিন যাচ্ছে ভারতীয় ক্রেতাদের কাছে ইলেকট্রিক যানবাহনের বিকল্প ততোই বৃদ্ধি পাচ্ছে। তেমনই এবার মহারাষ্ট্রের সংস্থা আইভুমি এনার্জি (iVOOMi Energy) তাদের নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার উন্মোচনের কথা জানালো। ২২ আগস্ট স্কুটারটির উপর থেকে পর্দা সরানো হবে বলে জানানো হয়েছে। iVOOMi JeetX নামে আসবে এটি‌।

সংস্থাটি জানিয়েছে আসন্ন JeetX একটি উচ্চগতির স্কুটার। এটি Ola S1 Pro, Bajaj Chetak ও TVS iQube-এর সাথে টক্কর নেবে। সংস্থার তরফে স্কুটারটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো না হলেও, অনুমান করা হচ্ছে এটি মডার্ন ডিজাইনের সাথে সম্পূর্ণ ম্যাট কালারে আসবে। মহারাষ্ট্রের পুণেতে আইভুমির গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে স্কুটারটি তৈরি হচ্ছে বলে জানা গেছে।

https://twitter.com/iVOOMiEnergy/status/1559415773944479744?t=CezST0CgmqgqYkEAji27gg&s=19

সম্প্রতি, আইভুমি এদেশে ইলেকট্রিক স্কুটারের নতুন কারখানা নির্মাণের জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে। অপর কারখানাটিও পুণেতেই তৈরি হবে। সব ঠিকঠাক চললে মার্চ, ২০২৩ থেকে সংস্থাটি তাদের নতুন কারখানায় উৎপাদনের কাজ শুরু করবে। এর ফলে সংস্থার ইলেকট্রিক স্কুটারের উৎপাদন বছরে ৬০,০০০ ইউনিট বৃদ্ধি পাবে। এতে স্কুটারের উৎপাদনের বার্ষিক ১.৮ লাখ থেকে বেড়ে হবে ২.৪০ লাখ ইউনিটে। আইভূমি জানিয়েছে তাদের নতুন কারখানায় দু’হাজারের বেশি কর্মসংস্থান হবে।

বর্তমানে City, City 1, Jeet, Jeet Pro এবং S1 মডেলের ইলেকট্রিক স্কুটার দেশের বাজারে বিক্রি করে আইভূমি। Jeet ও Jeet Pro স্কুটার বদলযোগ্য ব্যাটারি প্যাক সহ কেনা যায়। এতে উপস্থিত যথাক্রমে ১.৫ কিলোওয়াট এবং ২ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। আইভুমি জানিয়েছে, তারা নিজেরাই লিথিয়াম আয়ন ব্যাটারির ডিজাইন ও নির্মাণ করে। ব্যাটারির পারফরম্যান্স ও স্কুটারের উৎপাদন বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সংস্থাটি।

Show Full Article
Next Story