Ather Scooter: খুচরো পয়সায় স্বপ্নপূরণ! জমানো কয়েনে স্কুটি কিনে চমকে দিলেন ব্যক্তি

ইলেকট্রিক স্কুটার ধীরে ধীরে ভারতের বাজারে ছেয়ে যাচ্ছে। বহু মানুষ জ্বালানির খরচ থেকে পকেটকে রেহাই দিতে পরিবেশবান্ধব টু হুইলারেই আস্থা রাখছেন। কেনাকাটায় যাতে ক্রেতাদের কোনরকম…

ইলেকট্রিক স্কুটার ধীরে ধীরে ভারতের বাজারে ছেয়ে যাচ্ছে। বহু মানুষ জ্বালানির খরচ থেকে পকেটকে রেহাই দিতে পরিবেশবান্ধব টু হুইলারেই আস্থা রাখছেন। কেনাকাটায় যাতে ক্রেতাদের কোনরকম অসুবিধায় পড়তে না হয়, সেজন্য সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলি। এবারে যার আরও এক নিদর্শন সামনে এলো। কী শুনবেন?

থলে ভর্তি দশ টাকার কয়েন নিয়ে ইলেকট্রিক স্কুটার কিনতে গিয়েছিলেন জয়পুরের এক ব্যক্তি। তাঁকে প্রত্যাখ্যান না করে উল্টে সব রকম ভাবে সহযোগিতা করে নজির সৃষ্টি করেছে এথার এনার্জি (Ather Energy)। খোদ সংস্থার প্রতিষ্ঠাতা তরুণ মেহতা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। তবে ওই ব্যক্তি 450 সিরিজের কোন মডেলটি কিনেছেন তা নির্দিষ্টভাবে জানাননি মেহতা।

বর্তমানে, ভারতের বাজারে তিনটি ভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করে এথার – Ather 450S, 450X ও 450 Apex। এগুলির মধ্যে সবচেয়ে সস্তা মডেলটি হচ্ছে 450S। দাম ১,০৯,৯৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে 450X ও 450 Apex কিনতে খরচ পড়ে যথাক্রমে ১,৩৭,৯৯৯ টাকা ও ১,৮৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

Ather আনছে Rizta ই-স্কুটার

প্রসঙ্গত, বর্তমানে এথার এনার্জি একটি নতুন ইলেকট্রিক স্কুটারের উপর কাজ করছে। এর নাম – Rizta। শীঘ্রই এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। সংস্থার জানিয়েছে তাদের আসন্ন এই মডেলটি ফ্যামিলি স্কুটার হিসাবে আনা হচ্ছে। তাই এতে পারফরম্যান্সের চাইতেও বাস্তবিকতার উপর বেশি জোর দেওয়া হয়েছে।

Ather Rizta-তে চালক ও একজন যাত্রী ভালোমতো বসতে পারবেন। এতে দেওয়া হয়েছে এলইডি লাইট, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বড়সড় ফুটবোর্ড, একাধিক রাইডিং মোড, ফ্রন্ট ডিস্ক ব্রেক ইত্যাদি।স্মার্টফোন কানেক্টিভিটি এবং ফাস্ট চার্জিং থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।