দেশে EV কম্পোনেন্ট উৎপাদন করবে বিখ্যাত জাপানি সংস্থা, 70 কোটি টাকা লগ্নির ভাবনা

জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল কম্পোনেন্ট নির্মাতা মুসাশি সেইমিতসু ইন্ডাস্ট্রিজ (Musashi Seimitsu Industries) ভারতে বৈদ্যুতিক গাড়ির সরঞ্জামের ব্যবসা শুরু করার কথা ঘোষণা করল। জাপানি সংস্থাটি এদেশে ভারত…

জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল কম্পোনেন্ট নির্মাতা মুসাশি সেইমিতসু ইন্ডাস্ট্রিজ (Musashi Seimitsu Industries) ভারতে বৈদ্যুতিক গাড়ির সরঞ্জামের ব্যবসা শুরু করার কথা ঘোষণা করল। জাপানি সংস্থাটি এদেশে ভারত নিউ এনার্জি (Bharat New Energy) বিএনসি-র সঙ্গে জোট বেঁধেছে। প্রথম পর্যায়ে তারা এদেশে ৭০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে।

Musashi India ভারতে বৈদ্যুতিক গাড়ির কম্পোনেন্ট তৈরি করবে

প্রথম পর্যায়ে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৭০ কোটি টাকা লগ্নির মাধ্যমে একটি অ্যাসেম্বলি লাইন গড়ে তুলবে মুসাশি সেইমিতসু-র ভারতীয় শাখা মুসাশি ইন্ডিয়া। এরা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন চালিত টু-হুইলার এবং ফোর-হুইলার গাড়ির যন্ত্রাংশ তৈরিতে অভিজ্ঞ। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এদেশে একটি নতুন ইভি ইউনিট গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি। যেখানে কেবলমাত্র বৈদ্যুতিক গাড়ির সরঞ্জাম উৎপাদিত হবে।

সংস্থার নতুন কারখানায় ইলেকট্রিক গাড়ির মোটর, পিসিইউ এবং গিয়ারবক্স নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়াও, বেঙ্গালুরুর প্রোডাকশন প্ল্যান্টে আগামী অক্টোবর থেকে ই-অ্যাক্সেল তৈরির কাজ শুরু করতে চলেছে মুসাশি। এছাড়াও, সংস্থাটি থাইল্যান্ডের Strom, ভিয়েতনামের EV Go এবং কেনিয়ার Arc Ride-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। ভারতে তৈরি হওয়া ই-অ্যাক্সেল এইসব সংস্থাগুলিকে সরবরাহ করবে মুসাশি।

ইলেকট্রিক মোবিলিটি সলিউশন আনার মাধ্যমে সংস্থার লক্ষ্য ভারত এবং অন্যান্য দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো। তাই প্রাথমিক পর্যায়ে সংস্থাটি ৭০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।দীপাবলির সময় থেকেও চালু হতে পারে উৎপাদন কার্য।