আগস্টে ফুল ফর্মে Mahindra অধীনস্থ সংস্থা ক্লাসিক লেজেন্ডস। প্রথমে Yezdi Adventure এবং তারপর আপডেটেড Jawa 42 ও BSA Gold Star লঞ্চ করেছে। এখানেই না থেমে সেপ্টেম্বরে আরও একটি নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হচ্ছে তারা। আগামী 3 সেপ্টেম্বর লঞ্চ হতে চলা সেই বাইকটির নাম এখনও প্রকাশ না হলেও, সোশ্যাল মিডিয়াতে একটি টিজার আপলোড করেছে সংস্থা। এটি Jawa 42-এর উপর ভিত্তি করে আসবে বলেই মনে করা হচ্ছে।
নতুন অ্যানিমেটেড টিজারে আসন্ন Jawa বাইকটির চেহারার কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। এতে নতুন ডিজাইন রয়েছে বলে অনুমান করা যায়। কারণ টিজারে নতুন ফুয়েল ট্যাঙ্ক, অফ-সেট ফুয়েল ফিলার ক্যাপ, এবং হেডলাইটের চারপাশে নতুন কাউলিং লক্ষ্য করা যায়। সাইড ও টেল প্যানেলগুলিও আলাদা বলে মনে হচ্ছে।
Jawa 42 বেসড এই বাইকে নতুন Jawa 350-র 334 সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হতে পারে। এটি 7,000 আরপিএম গতিতে 22.19 বিএইচপি ও 5,000 আরপিএমে 28.1 এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে মিলবে সিক্স স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনটি আগের মডেলের তুলনায় আরও উন্নত রিফাইনমেন্ট এবং হিট ম্যানেজমেন্ট অফার করে। জাওয়া’র নতুন বাইকের চ্যাসিস, সাসপেনশন ও ব্রেকিং সিস্টেমে আপগ্রেড লক্ষ্য করা যেতে পারে।
লঞ্চের আগে মোটরসাইকেলটির আরও তথ্য অফিশিয়ালি কনফার্ম করা যাবে বলে আশা করা যায়। দাম 2 লাখ টাকার (এক্স-শোরুম) আশেপাশে থাকার সম্ভাবনা। এটির সঙ্গে Royal Enfield Classic 350 এবং Honda H’ness 350-এর প্রতিযোগিতা চলবে।