গল্প নয় সত্যি, বাড়ি কিনলে চার কোটির ল্যাম্বরগিনি ফ্রি! কোথায় এমন অফার?
Free Lamborghini Urus - ২৬ কোটির ভিলার সঙ্গে ৪ কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি গাড়ি ফ্রি হলেও, কেনার পর বিশাল পরিমাণ টাকা খসবে ক্রেতাদের পকেট থেকে। তবে কোটিপতিদের কাছে এই অর্থ যৎসামান্য।
অফার হিসাবে ফ্ল্যাট বা ভিলা কেনার সময় অনেক ক্ষেত্রে এসি, ফ্রিজ বা সোনা-রুপোর কয়েন উপহার হিসাবে দেয় নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট প্রমোটার। কিন্তু তাই বলে ল্যাম্বরগিনির গাড়ি! শুনতে অবিশ্বাস্য লাগলেও বিলাসবহুল বাড়ির বিক্রিতে গতি আনতে এমনই ঘোষণা করেছে নয়ডার একটি জনপ্রিয় আবাসন নির্মাণকারী কোম্পানি।
বাড়ির সঙ্গে ল্যাম্বরগিনি বিনামূল্যে
গ্রেটার নয়ডায় সংস্থার ওই প্রকল্পটিতে যে সব ভিলা রয়েছে সেগুলির দামই ২৬ কোটি টাকা থেকে শুরু হচ্ছে। এই বিষয় সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ২৬ কোটির ভিলার সঙ্গে ৪ কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি গাড়ি ফ্রি হলেও, কেনার পর বিশাল পরিমাণ টাকা খসবে ক্রেতাদের পকেট থেকে। তবে কোটিপতিদের কাছে এই অর্থ যৎসামান্য।
গাড়ি বিনামূল্যে পাওয়া গেলেও পার্কিং কিন্তু ফ্রি নয়। শুধু গাড়ি রাখার জন্যই ৩০ লক্ষ টাকা গুনতে হবে। আবার পাওয়ার ব্যাকআপ এবং গল্ফ কোর্স ফেসিং লোকেশনের জন্য খরচ করতে হবে যথাক্রমে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫০ লক্ষ টাকা। আবাসনের ক্লাবের সদস্যপদ পেতে গেলেও পকেট থেকে খসবে সাড়ে সাত লক্ষ টাকা।
Noida’s got a new Villa Project coming up at 26 Cr that's offering 1 Lamborghini with each of those! 🙄 pic.twitter.com/gZqOC8hNdZ
— Gaurav Gupta | Realtor (@YourRealAsset) October 27, 2024
সোশ্যাল মিডিয়াতে পোস্টটির নীচে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গিয়েছে। সত্যিই, নাকি নিছক নজর কাড়ার জন্য বিপণন কৌশল সে নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছে ব্যবহারকারীদের একাংশকে। একজন লিখেছেন,"নতুন স্ক্যাম - গাড়ি ফ্রি, কিন্তু গাড়ি রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ।" আরেকজন মন্তব্য করেছেন, "পার্কিং লটের জন্য যত খরচ তত টাকা আমার ফ্ল্যাটের দাম।"
Free Lamborghini Urus - ২৬ কোটির ভিলার সঙ্গে ৪ কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি গাড়ি ফ্রি হলেও, কেনার পর বিশাল পরিমাণ টাকা খসবে ক্রেতাদের পকেট থেকে। তবে কোটিপতিদের কাছে এই অর্থ যৎসামান্য।