Jeep Compass: জামাইষষ্ঠীতে বড় চমক, রাতারাতি 1.7 লাখ টাকা দাম কমল গাড়ির
জামাইষষ্ঠী'র আগে সুখবর শোনাল জিপ ইন্ডিয়া (Jeep India)। তাদের বেস্ট সেলিং মডেল Jeep Compass এর দাম ১.৭ লাখ টাকা কমানোর...জামাইষষ্ঠী'র আগে সুখবর শোনাল জিপ ইন্ডিয়া (Jeep India)। তাদের বেস্ট সেলিং মডেল Jeep Compass এর দাম ১.৭ লাখ টাকা কমানোর কথা ঘোষণা করেছে সংস্থা। উল্লেখ্য, গাড়িটির কেবলমাত্র বেস ভ্যারিয়েন্টের মূল্য হ্রাস করা হয়েছে। যেখানে অন্যান্য ভ্যারিয়েন্টের দাম ১৭,০০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য ঘোষণার ফলে বর্তমানে Jeep Compass-এর দাম হয়েছে ১৮.৯৯ লাখ থেকে ৩২.৪১ লাখ টাকা (এক্স-শোরুম)। পূর্বে এই গাড়ির দাম ২০.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতো।
Jeep Compass এখন ১.৭ লাখ সস্তায় কেনা যাবে
Jeep Compass বাজারে ছয়টি ভ্যারিয়েন্টে বিক্রি করা হয় – Sport, Longitude, Longitude (O), Limited (O), Blackshark (O) ও Model S (O)। বেস স্পেক Sport-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে উপস্থিত একটি ৮.৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সেমি ডিজিটাল ক্লাস্টার, রিফ্লেক্টর এলইডি হেডল্যাম্প, ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ইঞ্জিন স্টার্ট-স্টপ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ইলেকট্রিক পার্কিং ব্রেক, TPMS, ডুয়েল এয়ারব্যাগ, TCS, ESC, হিল স্টার্ট অ্যাসিস্ট ইত্যাদি।
অন্যদিকে Jeep Compass-এর টপ স্পেক ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেক, ফুল ডিজিটাল ১০.২৫ ইঞ্চি ড্রাইভার ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৮-ওয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার্ড ড্রাইভার সিট, ওয়্যারলেস ফোন চার্জার, ক্রুজ কন্ট্রোল, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি।
Jeep Compass-এ পাওয়ারট্রেন হিসেবে একটি ২.০ লিটার, ৪-সিলিন্ডার, মাল্টিজেট ডিজেল ইঞ্জিন অফার করা হয়। এটি থেকে সর্বোচ্চ ১৭০ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়। এই একই ইঞ্জিন Tata Safari, Harrier, MG Hector Plus ও Jeep Meridian-এ ব্যবহৃত হয়েছে।