সুযোগ শুধু ডিসেম্বরেই, নতুন বছরের আগে 11.85 লক্ষ টাকা ছাড়ে গাড়ি আনুন বাড়িতে

বর্ষশেষে স্টক খালি করতে প্রতিবারের মতো ডিসেম্বর মাসে ঢালাও অফার নিয়ে হাজির হচ্ছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। বিভিন্ন মডেলে আকর্ষণীয় ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতা টানার চেষ্টায় কোনরকম…

বর্ষশেষে স্টক খালি করতে প্রতিবারের মতো ডিসেম্বর মাসে ঢালাও অফার নিয়ে হাজির হচ্ছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। বিভিন্ন মডেলে আকর্ষণীয় ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতা টানার চেষ্টায় কোনরকম খামতি রাখতে নারাজ তারা। যেই তালিকায় এবার নাম লিখিয়েছে আমেরিকার প্রখ্যাত ব্র্যান্ড জিপ (Jeep)। সংস্থাটি এ মাসে সর্বোচ্চ ১১.৮৫ লক্ষ টাকা ছাড় দিচ্ছে বলে জানা গিয়েছে।

প্রথমেই আসা যাক Compass-এর প্রসঙ্গে। ২০.৪৯ লক্ষ টাকা দামের এই গাড়ি কিনলে এখন ১.৫০ লক্ষ টাকা সাশ্রয় করা যাবে। ডিসকাউন্টের পরিমাণ বিচার করলে যা অনেকটাই। ছাড়ের তালিকায় থাকা পরবর্তী গাড়িটি হচ্ছে Meridian। সর্বাধিক ৪ লক্ষ টাকা ডিসকাউন্ট সমেত বাড়ি নিয়ে আসা যাচ্ছে তিন সারি বিশিষ্ট এই গাড়ি। Jeep Meridian-এর বর্তমান বাজার মূল্য ৩৩.৪০ লক্ষ থেকে শুরু করে ৩৯.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ বছরের শেষান্তে এসে এই উচ্চমূল্যের গাড়িটি ৩০ লাখের কমে কেনার সুযোগ পাচ্ছেন।

Jeep-এর সবচেয়ে দামি Cherokee-এ এখন ১১.৮৫ লক্ষ টাকা ডিসকাউন্ট চলছে, যা সংস্থার ছাড়ের অঙ্কের মধ্যে সর্বাধিক। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৮০.৫০ লক্ষ টাকা। এই বেনিফিট ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে বলেই অনুমান। বিশদ তথ্য জানা না গেলেও ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বেনিফিট এবং কর্পোরেট ডিসকাউন্ট রূপে ছাড় উপলব্ধ হবে বলে আশা করা যায়।

জিপের তিনটি মডেলের মধ্যে Cherokee আমজনতার ধরাছোঁয়ার বাইরে থাকলেও Compass কেনার বিষয়ে হয়তো অনেকেই চিন্তা-ভাবনা শুরু করেছেন। তাঁদের জন্য জানিয়ে রাখি, কেনার হলে এ মাসেই কিনে নেওয়া যুক্তিযুক্ত। কারণ ১.৫০ লাখ টাকা ছাড় হাতছাড়া করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। প্রসঙ্গত, অঞ্চল এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন