Jio Bp diesel: গাড়ি মালিকদের চিন্তা কমাবে সুপার ডিজেল, বছরে লক্ষাধিক টাকা বাঁচবে

পেট্রোল চালিত ইঞ্জিনের জন্য সাধারণ পেট্রোল ছাড়াও এক বিশেষ ধরনের "পাওয়ার" পেট্রোল কিনতে পাওয়া যায় বহু বছর ধরেই।...
techgup 18 May 2023 11:48 AM IST

পেট্রোল চালিত ইঞ্জিনের জন্য সাধারণ পেট্রোল ছাড়াও এক বিশেষ ধরনের "পাওয়ার" পেট্রোল কিনতে পাওয়া যায় বহু বছর ধরেই। অতিরিক্ত অক্টেন সংখ্যা থাকায় এই "পাওয়ার" পেট্রোল খানিকটা বেশি মাইলেজ পেতে সাহায্য করে। ডিজেলের ক্ষেত্রে এতদিন পর্যন্ত একটি মাত্র সাধারণ সংস্করণই কিনতে পাওয়া যেত। সেই ব্যবস্থার পরিবর্তন করতে এবার কমার্শিয়াল গাড়ির জন্য নতুন ধরনের ডিজেল চালু করল Jio-BP।

"অ্যাক্টিভ টেকনোলজি" সমৃদ্ধ ওই নতুন ডিজেল জিও বিপি এর সমস্ত আউটলেটেই মিলবে। সংস্থার দাবি, নয়া ডিজেল জ্বালানি খরচ কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে। এর ফলে প্রতিটি গাড়ি পিছু বার্ষিক ১.১০ লাখ টাকা পর্যন্ত জ্বালানি বাবদ খরচ করা অর্থ সাশ্রয় হবে। ডিজেল চালিত ট্রাক এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের মাইলেজ বাড়বে ৪.৩ শতাংশ পর্যন্ত।

Jio-Bp লঞ্চ করল নতুন ডিজেল যা অ্যাক্টিভ প্রযুক্তি সমৃদ্ধ

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিশেষ ধরনের অতিরিক্ত মাইলেজ প্রদানকারী ডিজেল মিলবে সাধারণ ডিজেলের দামেই। অর্থাৎ এই মুহূর্তে বাজারে প্রতি লিটার ডিজেলের যা দাম সেই একই দামে কিনতে পারা যাবে এটি। ফলে গ্রাহকরা একই পরিমাণ অর্থ ব্যয় করে পূর্বের তুলনায় অনেক বেশি দূরত্ব পর্যন্ত ছুটতে পারবেন। এর ফলে সামগ্রিকভাবে অনেকটাই লাভবান হবেন গ্রাহকরা।

এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে জিও বিপি এর আউটলেটে সদ্য চালু হওয়া অ্যাক্টিভ টেকনোলজি যুক্ত এই ডিজেল ইঞ্জিনের বিভিন্ন অংশে জমে থাকা ময়লাগুলিকে সহজেই বের করে আনতে সাহায্য করবে। এর ফলে ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ কমবে অনেকটাই। এমনকি এই বিশেষভাবে তৈরি ডিজেল শুধুমাত্র ইঞ্জিনের ভেতর থেকে জমে থাকা ময়লা বের করতে সাহায্য করবে তা নয়, বরং ভবিষ্যতে নতুন করে এমন ময়লা জমা থেকেও রক্ষা করবে ইঞ্জিনকে।

এই ডিজেলের মধ্যে রয়েছে অ্যাক্টিভ টেকনোলজি। সেই কারণেই এর মধ্যে থাকা "অ্যাক্টিভ" অণুগুলি ইঞ্জিনের মধ্যে জমে থাকা ময়লাগুলির সঙ্গে প্রথমে নিজেদের সংযুক্ত করবে এবং তারপরেই বিভিন্ন অংশ থেকে ময়লা সমেত সেগুলি বাইরে বেরিয়ে আসবে। এর ফলেই এই ধূলিকণাগুলি জ্বালানির সঙ্গে মিশে অতি সহজেই ইঞ্জিনের মধ্যে দহন কার্যে সাহায্য করবে।

উপরন্তু এই অ্যাক্টিভ অণুগুলি ইঞ্জিনের ভিতরের ধাতব দেওয়ালে এক বিশেষ ধরনের প্রটেক্টিভ লেয়ার তৈরি করবে যা ভবিষ্যতে এই অংশের সঙ্গে কোনো ধরনের ধূলিকণা আটকানো থেকে বাঁচাবে। বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন গাড়িগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি।

এছাড়াও জিও বিপি এর দাবি অনুযায়ী এই ডিজেলের মধ্যে রয়েছে অ্যান্টি ফোম এজেন্ট, ডেলিভারিং ক্লিনার এবং অতি দ্রুত তেল ভর্তি করার ক্ষমতা। এর ফলে অনেক কম সময়ের মধ্যেই বড় বড় ট্রাকগুলির মধ্যে ডিজেল ভর্তি করা সম্ভব হবে। নতুন এই ডিজেল লঞ্চ প্রসঙ্গে জিও বিপি এর অধিকর্তা হরিশ সি মেহতা বলেন, "আমাদের প্রতিটি গ্রাহক গুরুত্বপূর্ণ হলেও ট্রাক ড্রাইভাররা জিও বিপি এর কাছে এক আলাদা সমাদর পেয়ে এসেছে।"

তিনি যোগ করেন, এই সমস্ত ট্রাক চালকদের জ্বালানি খরচ কমে এলেই তাদের সামগ্রিকভাবে ব্যবসার ক্ষেত্রেও তা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জিও বিপি বিগত কয়েক বছর ধরে নতুন প্রযুক্তি আবিষ্কার করার জন্য অবিরাম পরিশ্রম করে এসেছে। আর তারই ফসল অ্যাক্টিভ টেকনোলজিযুক্ত এই নতুন ডিজেল৷"

Show Full Article
Next Story