মলে বৈদ্যুতিক গাড়ি, স্কুটার ও বাইকের জন্য চার্জিং স্টেশন বসাবে মুকেশ অম্বানীর Jio

মুকেশ অম্বানীর জিও (Jio) এবং ব্রিটিশ গ্যাস ও তেল উত্তোলনকারী সংস্থা বিট্রিশ পেট্রলিয়াম বা বিপি (BP)-এর জয়েন্ট ভেঞ্চার...
techgup 26 Jun 2022 7:27 PM IST

মুকেশ অম্বানীর জিও (Jio) এবং ব্রিটিশ গ্যাস ও তেল উত্তোলনকারী সংস্থা বিট্রিশ পেট্রলিয়াম বা বিপি (BP)-এর জয়েন্ট ভেঞ্চার জিও-বিপি (Jio-bp)-র সঙ্গে জোটবদ্ধ হওয়ার ঘোষণা করল নেক্সাস মলস (Nexus Malls)। চুক্তি অনুযায়ী, ভারতের ১৩টি শহরে নেক্সাস-এর ১৭টি মলে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াপিং কেন্দ্র গড়ে তুলবে জিও-বিপি।

নতুন পার্টনারশিপের অংশ হিসাবে, সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা নেক্সাস মলে চার চাকা ও দুই চাকা বৈদ্যুতিক গাড়ি চার্জের ব্যবস্থা থাকবে। সংস্থার তরফে প্রকাশ করা বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। প্রথম পর্যায়ে নভি মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, এবং আমেদাবাদে চার্জিং স্টেশনগুলি উপলব্ধ হবে।

প্রসঙ্গত, গত বছর ভারতের অন্যতম দুই বড় চার্জিং কেন্দ্রের উদ্বোধন করেছে জিও-বিপি। অন্য দিকে, নেক্সাস মলস দেশের অন্যতম বৃহত্তম শপিং কমপ্লেক্স। অতিমারি পরবর্তী সময়ে তাদের ব্যবসা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরছে। করোনার বাড়বাড়ন্তের সময় গ্রাহক সুরক্ষায় একাধিক উদ্যোগ নিয়েছিল তারা। ফলে সেফটি ও হাইজিনের মতো বিষয়গুলি নিয়ে নিশ্চিত হওয়ায় মলে প্রবেশ বড়েছে এখন তার সুফল ভোগ করছে কর্তৃপক্ষ।

জিও-বিপি এর ইলেকট্রিক মোবিলিটি ব্যবসা বর্তমানে জিও-বিপি পালস ব্র্যান্ডের অধীনে পরিচালিত। একই নামের মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিকটবর্তী চার্জিং স্টেশনের অবস্থান সম্পর্কে জানার সুবিধা পান ব্যবহারকারীরা।

Show Full Article
Next Story